রোহিঙ্গা সংকট নিরসনে সরকারের কূটনীতিক প্রচেষ্টা জোরদার
- আপডেট টাইম : ০৪:৩৪:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২০
- / 81
৭১: সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের জানিয়েছেন, রোহিঙ্গা শরণার্থীদের ব্যাপারে সরকারের কূটনৈতিক তৎপরতা জোরদার করা হয়েছে। আন্তর্জাতিক সম্প্রদায়কেও বলা হচ্ছে মিয়ানমারকে চাপ প্রয়োগ করার জন্য। মঙ্গলবার (২৫ আগস্ট) সকালে কুমিল্লা জোন, বিআরটিএ এবং বিআরটিসির কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় ওবায়দুল কাদের এ কথা বলেন। মন্ত্রী তার সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে আলোচনায় যুক্ত ছিলেন।
ওবায়দুল কাদের জানান, রোহিঙ্গা সংকট সমাধানে সরকার কূটনীতিক প্রচেষ্টা জোরদার করেছে। বাস্তুচ্যুত রোহিঙ্গা শরণার্থীদের মিয়ানমারে ফিরিয়ে নিতে প্রয়োজন আন্তর্জাতিক মহলের চাপ। এ ব্যাপারে সবার দৃষ্টি আকর্ষণ করেন তিনি।
এছাড়া গণপরিবহনের আগের ভাড়ায় ফিরে যাওয়ার বিষয়েও কথা বলেন আওয়ামী লীগের এই সাধারণ সম্পাদক।
তিনি বলেন, পরিবহনে মাস্ক পরিধান শতভাগ বাধ্যতামূলক করা হবে এবং দাঁড়িয়ে কোনোভাবেই যাত্রী নেওয়া যাবে না। যাত্রীদের সিটে বসে ভ্রমণ করতে হবে।
সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে এই সিদ্ধান্ত বাস্তবায়িত হতে পারে জানিয়ে কাদের আরও বলেন, এ বিষয়ে প্রধানমন্ত্রী এবং কেবিনেট সচিবের সঙ্গে কথা বলে দ্রুত সিদ্ধান্ত ঘোষণা করা হবে।