বলিউড নিয়ে প্রীতির স্মৃতিচারণ
- আপডেট টাইম : ০৪:২৭:৩৪ অপরাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২০
- / 88
৭১: প্রীতি জিনতা। এক সময়ের বলিউড পর্দা কাঁপানো অভিনেত্রী। বয়স হলেও চেহারায় পড়েনি বয়সের ছাপ। এখনো অভিনেত্রী হিসেবে মানিয়ে নেওয়া যায়। আর তিনি কি-না বলিউডেই পার করেছেন ২২ বছর। সেই ১৯৯৮ সালে মুক্তিপ্রাপ্ত ‘দিল সে’ ছবির মধ্য দিয়ে বলিউড ইন্ডাস্ট্রিতে পা রেখেছেন প্রীতি জিনতা।
প্রথম ছবিতেই তিনি সহশিল্পী হিসেবে পেয়েছিলেন শাহরুখ খানকে। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি। একে একে দর্শকদের উপহার দিয়েছে- ‘কেয়া কেহনা’, ‘চরি চরি চুপকে চুপকে’, ‘দিল চাহতা হ্যায়’, ‘দিল হ্যায় তুমহারা’, ‘আরমান’, ‘কাল হো না হো’, ‘বীর জারা’, ‘কোই মিল গায়া’, ‘কাভি আলভিদা না কেহনা’র মতো ব্লকবাস্টার ছবিগুলো।
নিজের এই বর্ণাঢ্য ক্যারিয়ার নিয়ে প্রীতি কিছুটা সময়ের জন্য ফিরে গেছেন তার দূরঅতীত। স্মতিচারণ করলেন পেছনে ফেলা আসা দিনগুলো।
সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে প্রীতি জিনতা লিখেছেন, ‘যখন আমার ক্যারিয়ারের শুরু করি তখন আমি একজন অপরিপক্ক প্রশস্ত চোখের বাচ্চা ছিলাম। জানতাম না কোথায় যাচ্ছি বা আমি কী করব। শুধু এইটুকু জানতাম প্রতি মুহূর্তে আমাকে কঠোর পরিশ্রম করতে হবে।