রাজধানীতে র্যাবের জালে দুই জঙ্গি
- আপডেট টাইম : ০৫:৫৪:০৪ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২০
- / 84
৭১: রাজধানীর চকবাজার থানা এলাকায় অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আল্লাহ্র দল এর দুই সদস্যকে আটক করেছে র্যাব।
আজ শনিবার র্যাবের পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, শুক্রবার দিবাগত গভীর রাতে র্যাব -১০ এর একটি অভিযানিক দল চকবাজারের হরনাথ ঘোষ রোডস্থ এ্যাপেক্স মোড়ের নিকট থেকে মো. হানিফ (৩১) ও মো. জামাল বেপারীকে লিফলেট বিতরনের সময় আটক করা হয়।
উক্ত আসামীদের কাছ থেকে “শেখ হাসিনার সরকার-শয়তানের সরকার, এদেশে নারী নের্তৃত্ব মানি না, মানব না। মতিন মেহেদীর নেতৃত্বে কোরআনের আলোকে আল্লাহ্র সরকার প্রতিষ্ঠায় মুক্তির একমাত্র পথ লেখাসহ আরো অন্যান্য লেখা শিরোনামে সম্বলিত ১১৪ (একশত চৌদ্দ) পাতা লিফলেটসহ একটি মোবাইল উদ্ধার করা হয়।
র্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা স্বীকার করে যে, ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে জমায়েত হয়ে রাষ্ট্রের নিরাপত্তার বিরুদ্ধে ষড়যন্ত্র, গণতন্ত্রমনা জনসাধারনের নিকট বিভিন্ন প্রকার লিফলেট বিতরনের মাধ্যমে নাশকতার সৃষ্টির উদ্যোগ, জননিরাপত্তা বিঘ্ন করে দেশের গনতান্ত্রিক ব্যবস্থা সম্পর্কে বিরুপ ধারনা প্রদান করে ইসলামী হুকুমত কায়েমের বা উগ্র ইসলামী শাসন ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য সাধারন ধর্মভিরু লোকদেরকে সংগঠনে অর্ন্তভূক্তকরন ও তাহাদেরকে জিহাদে উদ্বুদ্ধ করতে প্রয়াশ চালিয়ে আসছে। নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আল্লাহর দলে যোগদানের ব্যাপারে সাধারন ও নিম্নমধ্যবিত্ত পরিবারের কোমল মনের যুবদের উদ্বুদ্ধ করে বাংলাদেশের অখন্ডতা, সংহতি, জননিরাপত্তা ও সার্বভৌমত্ত্ব বিপন্ন করার জন্য জনগনের যানমালের ক্ষতিসাধনের লক্ষ্যে উগ্র জঙ্গিবাদী ও উগ্র ধর্মীয় লিফলেট নিজেদের দখলে রেখে ও বিলি করার মাধ্যমে নাশকতার সৃষ্টির পরিকল্পনা করে এবং একে অপরের যোগসাজসে অপরাধ সংঘটিত করার জন্য সাংগঠনিক কার্যক্রম পরিচালনার ষড়যন্ত্র করে আসছে।
তাদের জিজ্ঞাসাবাদে আরো জানা যায় যে, তাহারা এই সংগঠনের প্রধান বা কর্ণধার মতিন মেহেদী ওরফে মতিনুল ইসলাম ওরফে মাহাবুব মতিন ওরফে মতিনুল হক মন্ডলের মতাদর্শের অনুসারী। মতিন মেহেদীর বাড়ি গাইবান্ধা বলে জানায়। ধৃত ও পলাতক আসামিরা নিষিদ্ধ ঘোষিত সংগঠন আল্লাহর দল এর সদস্য হয়ে লিফলেট বিলি করে ও বিলির চেষ্টাসহ ষড়যন্ত্র পূর্বক শক্তি প্রদর্শনের মাধ্যমে সমর্থন আদায়ের জন্য দেশের জনগন, যানমাল ও সম্পত্তির ক্ষতিসাধন ও হত্যাসহ জনমনে আতঙ্ক সৃষ্টি করার লক্ষ্যে উগ্র ইসলামী জঙ্গিবাদী লিফলেট বিলি করে থাকে। নিজেদের দখলে রেখে সন্ত্রাস বিরোধী আইন ২০০৯ (সংশোধনী ২০১৩) এর ৬/৮/৯/১০ ধারায় অপরাধ করেছে। এব্যাপারে চকবাজার থানায় আসামিদের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইন ২০০৯ (সংশোধনী ২০১৩) এর ৬/৮/৯/১০ধারায় মামলা প্রক্রিয়াধ।