বিমান ভাড়া করে একাই দুবাই আসলেন কোহলি
- আপডেট টাইম : ০৫:২৭:২৩ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২০
- / 111
৭১: আরসিবি দল রওনা দিল দুবাইয়ের উদ্দেশ্য। কিন্তু বিরাট কোহলিকে দলের সঙ্গে দেখা গেল না। কারণটা কী! কোহলি দলের সঙ্গে গেলেন না কেন! তিনি কেন আইপিএল খেলতে একা দুবাই গেলেন। তাও আবার চার্টার্ড ফ্লাইট ভাড়া করে! আরসিবি সমর্থকরা দলের সঙ্গে ক্যাপ্টেনকে দেখতে না পেয়ে অবাকই হয়েছিলেন।
শুক্রবার (২১ আগস্ট) সূচি মেনেই রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের ক্রিকেটাররা রওয়ানা হলেন। তবে সেই ফ্লাইটে ছিলেন না দলের অধিনায়ক বিরাট কোহলি। তিনিও দুবাই এলেন। তবে ভিন্ন ফ্লাইটে।
একেবারে এক্সক্লুসিভ চার্টার্ড বিমানে। কোহলি মুম্বাই থেকে দুবাই গেলেন। ব্যাঙ্গালোরের দলের সঙ্গে যোগ দিলেন না। দলের সঙ্গে তার দেখা হলো দুবাইয়ের বিলাসবহুল ওয়ালড্রফ হোটেলে।
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) এর ১৩তম আসর এবার সংযুক্ত আরব আমিরাতে বসছে। ১৯ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে বিশ্বের সবচেয়ে ধনী ঘরোয়া এই টি-টোয়েন্টি ক্রিকেট লিগ। মুম্বাই থেকে ব্যাঙ্গালোরের ফ্লাইটে যাওয়ার করোনার ঝুঁকি এড়াতেই এক্সক্লুসিভ চার্টার্ড ফ্লাইটের বাড়তি ব্যবস্থা করেছেন বিরাট কোহলিকে।
আরসিবির মুথপাত্র জানিয়েছেন, কোহলি মুম্বাই থেকে আর বেঙ্গালুরু আসতে চায়নি। গত প্রায় পাঁচ মাস ধরে বিরাট বাড়িতে রয়েছে। তাই আইপিএল শুরুর আগে আর ঝুঁকি নিতে চায়নি। ব্যক্তিগত উদ্যোগে করোনা টেস্ট করিয়ে মুম্বাই থেকেই সোজা আরবে রওনা দিয়েছেন ভারত অধিনায়ক।