ঢাকা ১১:০৬ অপরাহ্ন, বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪, ১১ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

সাকিবকন্যাকেও ছাড়লো না সমালোচকরা, খুঁজছে পুলিশ!

ডেস্ক রিপোর্ট :
  • আপডেট টাইম : ০৪:১৭:২৪ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২০
  • / 96

৭১: বাংলাদেশ ক্রিকেট তারকা অলরাউন্ডার সাকিব আল হাসানের কন্যাকেও ছাড়লো না সমালোচকরা, অশোভন মন্তব্য করে ফেসবুকে সমালোচনার ঝড় তুললো তারা।

এবার সেই সব সমালোচকদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে মাঠে নেমেছে পুলিশ। জানা গেছে, যারা অশোভন মন্তব্য করেছেন তাদের শনাক্ত করছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন ডিভিশন।

সূত্রটি বলছে, কুরুচিপূর্ণ মন্তব্য শাস্তিযোগ্য অপরাধ। এমন মন্তব্যকারীদের আইনের আওতায় নিয়ে আসার বিষয়টি প্রক্রিয়াধীন।

এদিকে ২১ আগস্ট কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের সাইবার ক্রাইম এ সংক্রান্ত একটি ঘোষণা দিয়েছে।

সিটিটিসির সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন ডিভিশনের এডিসি মো. নাজমুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, এরইমধ্যে মন্তব্যকারীদের আমরা শনাক্ত করেছি। তাদের বিরুদ্ধে আইনানুগ পদক্ষেপ গ্রহণ করা হবে।

সূর্যমুখী ফুলের বাগানে কানে লাল ফুল গুঁজে পোস্ট করা ফুলের মতো সুন্দর একটি ছবির নিচে সামাজিক যোগাযোগ মাধ্যমে কুরুচিপূর্ণ মন্তব্য করেছেন কয়েকজন বিকৃত মানসিকতার মানুষ। বিষয়টি সাধারণ মানুষকে ব্যাপকভাবে নাড়া দিয়েছে। চারদিক থেকে আসতে থাকে প্রতিবাদ। এরই মধ্যে কয়েকজনের পরিচয়ও শনাক্ত হয়েছে।

Tag :

শেয়ার করুন

সাকিবকন্যাকেও ছাড়লো না সমালোচকরা, খুঁজছে পুলিশ!

আপডেট টাইম : ০৪:১৭:২৪ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২০

৭১: বাংলাদেশ ক্রিকেট তারকা অলরাউন্ডার সাকিব আল হাসানের কন্যাকেও ছাড়লো না সমালোচকরা, অশোভন মন্তব্য করে ফেসবুকে সমালোচনার ঝড় তুললো তারা।

এবার সেই সব সমালোচকদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে মাঠে নেমেছে পুলিশ। জানা গেছে, যারা অশোভন মন্তব্য করেছেন তাদের শনাক্ত করছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন ডিভিশন।

সূত্রটি বলছে, কুরুচিপূর্ণ মন্তব্য শাস্তিযোগ্য অপরাধ। এমন মন্তব্যকারীদের আইনের আওতায় নিয়ে আসার বিষয়টি প্রক্রিয়াধীন।

এদিকে ২১ আগস্ট কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের সাইবার ক্রাইম এ সংক্রান্ত একটি ঘোষণা দিয়েছে।

সিটিটিসির সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন ডিভিশনের এডিসি মো. নাজমুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, এরইমধ্যে মন্তব্যকারীদের আমরা শনাক্ত করেছি। তাদের বিরুদ্ধে আইনানুগ পদক্ষেপ গ্রহণ করা হবে।

সূর্যমুখী ফুলের বাগানে কানে লাল ফুল গুঁজে পোস্ট করা ফুলের মতো সুন্দর একটি ছবির নিচে সামাজিক যোগাযোগ মাধ্যমে কুরুচিপূর্ণ মন্তব্য করেছেন কয়েকজন বিকৃত মানসিকতার মানুষ। বিষয়টি সাধারণ মানুষকে ব্যাপকভাবে নাড়া দিয়েছে। চারদিক থেকে আসতে থাকে প্রতিবাদ। এরই মধ্যে কয়েকজনের পরিচয়ও শনাক্ত হয়েছে।