রোগীর বোনকে যৌন নিপীড়নে ক্লিনিক মালিক গ্রেপ্তার
- আপডেট টাইম : ০৩:৪৯:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২০
- / 95
৭১: ক্লিনিকে চিকিৎসাধীন এক নারী রোগীর বোনকে যৌন নিপীড়নের অভিযোগে বরিশালের উজিরপুরে মায়ের দোয়া ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের মালিক ও ভুয়া চিকিৎসক রেজাউল করিমকে (৩০) গ্রেপ্তার করেছে পুলিশ। গত বুধবার গভীর রাতে উপজেলার পশ্চিম সাতলা এলাকার ওই ক্লিনিক থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সে ওই এলাকার মৃত আদম আলীর ছেলে।
পুলিশ বলছে, গ্রেপ্তারকৃত রেজাউল নিজেকে পল্লী চিকিৎসক পরিচয় দিলেও তিনি ভুয়া চিকিৎসক বলেই প্রাথমিকভাবে জানা গেছে। রোগীর স্বজন ও ভুক্তভোগী সূত্রে জানা গেছে, মাদারীপুরের রাজৈর থানাধীন গোয়ালদী গ্রামের বাসিন্দা ওই তরুণীর অসুস্থ বোনকে চিকিৎসার জন্য গত ১১ আগস্ট বরিশালের উজিরপুর উপজেলার পশ্চিম সাতলা এলাকার মায়ের দোয়া ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে ভর্তি করা হয়।
সেখানে ভর্তির পর অসুস্থ বোনের সেবা-যতেœর জন্য স্বজনরা তাকে ক্লিনিকেই রাখেন। এরপর থেকেই ওই তরুণীকে মায়ের দোয়া ক্লিনিকের পরিচালক রেজাউল করিম নানানভাবে উত্ত্যক্ত করতে শুরু করেন।
এতে অতিষ্ঠ হয়ে ওই তরুণী বাড়িতে চলে যেতে চাইলে ক্লিনিকের পরিচালক রেজাউল তাতে বাধা দেয় এবং অশালীন আচরণ শুরু করেন। একপর্যায়ে ক্লিনিকের কর্মচারীদের দিয়ে ওই তরুণীকে গত ১৬ আগস্ট থেকে ১৯ আগস্ট পর্যন্ত ক্লিনিকের ভেতরে আটকে রাখা হয় বলেও অভিযোগ করেন স্বজনরা।
ভুক্তভোগী তরুণী জানান, ক্লিনিকে অবস্থানের পরপরই পরিচালক রেজাউল তাকে নানাভাবে উত্ত্যক্ত করা শুরু করে। এরই মধ্যে গত সোমবার মধ্যরাতে রোগীর ওয়ার্ডে এসে ঘুমন্ত অবস্থায় হঠাৎ তার শরীরের বিভিন্ন স্পর্শকাতর স্থানে হাত দেয় রেজাউল। তখন চিৎকার দিয়ে উঠলে রেজাউল নিজেকে ডাক্তার পরিচয় দেন এবং অবস্থা বেগতিক দেখে সটকে পরেন।
উজিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউল আহসান জানান, এক নারী রোগীর ছোট বোনকে যৌন নিপীড়নের অভিযোগে ক্লিনিক মালিক রেজাউল করিমকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তারকৃত রেজাউল তার নামের আগে ডাক্তার শব্দটি ব্যবহার করলেও এটি ভুয়া বলেই জানা গেছে। এ ঘটনায় নারী নির্যাতন দমন আইনে মামলার প্রস্তুতি চলছে।