ব্রাজিলে জনসন এন্ড জনসনের করোনা টিকার চূড়ান্ত পরীক্ষার অনুমোদন
- আপডেট টাইম : ০৪:২৭:১৮ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২০
- / 106
৭১: ব্রাজিলে জনসন এন্ড জনসন কোম্পানীর তৈরি করোনা ভাইরাসের টিকার চূড়ান্ত ধাপের পরীক্ষার অনুমোদন দেয়া হয়েছে। দেশটির স্বাস্থ্য নিয়ন্ত্রক সংস্থা মঙ্গলবার এক বিবৃতিতে এ খবর জানায়।
করোনায় পর্যুদস্ত ব্রাজিলে পরীক্ষার জন্যে এটি চতুর্থ টিকার অনুমোদন।
দেশটির ৭টি রাজ্যের ৭ হাজার স্বেচ্ছাসেবকের ওপর টিকার পরীক্ষা চালানো হবে।
বিশ্বজুড়ে ৬০ হাজার লোকের ওপর এ টিকার পরীক্ষা চলবে।
ব্রাজিলের স্বাস্থ্য নিয়ন্ত্রক সংস্থা আনভিসা বিবৃতিতে আরো বলেছে, টিকার চূড়ান্ত ধাপের এ পরীক্ষা ব্যাপক পরিসরে চালানো হবে।
দেশটিতে এর আগে আরো তিনটি টিকা পরীক্ষার অনুমোদন দেয়া হয়েছে। সেগুলো হলো অস্ট্রাজেনকার সাথে যৌথভাবে অক্সফোর্ড ইউনিভার্সিটির তৈরি টিকা, চীনের সিনোভেক বায়োটেকের তৈরি টিকা এবং যুক্তরাষ্ট্রের ফাইজার ও জার্মান কোম্পানী বায়োটেকের যৌথ উদ্যোগে তৈরি টিকা।
উল্লেখ্য, বিশ্বে যুক্তরাষ্ট্রের পরেই ব্রাজিলে করোনার সংক্রমণ ও মৃত্যু দ’ুটোই সবচেয়ে বেশি। এ কারণে দেশটি করোনা প্রতিরোধী টিকার পরীক্ষারও গুরুত্বপূর্ণ ক্ষেত্রে পরিণত হয়েছে।