ঢাকা ১০:২৬ অপরাহ্ন, বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪, ১১ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

বিমানবন্দরে এক স্বামীকে নিতে দুই স্ত্রীর টানাটানি

ডেস্ক রিপোর্ট :
  • আপডেট টাইম : ০৪:২৪:০৯ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২০
  • / 79

৭১: রাজধানীর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মঙ্গলবার মালদ্বীপ থেকে দেশে ফেরা এক স্বামীকে নিয়ে তার দুই স্ত্রীর মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। পরিস্থিতি সামলাতে হস্তক্ষেপ করতে হয়েছে বিমানবন্দরে আইন শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত পুলিশ সদস্যদের।

প্রত্যক্ষদর্শীরা জানায়, মইনুল তার দ্বিতীয় স্ত্রী তমাকে নিয়ে গাড়িতে উঠতে গেলে প্রথম স্ত্রী সানজিদা এসে বাধা দেয়। তিনি তার সঙ্গে গাড়িতে যেতে চাপ দেন। এরপর শুরু হয় দুই স্ত্রীর ঝগড়া, যা হাতাহাতিতে গড়ায়। এই পরিস্থিতি সামাল দিতে বিমানবন্দরে কর্তব্যরত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের হস্তক্ষেপ করতে হয়।

বিমানবন্দর থানার ওসি বিএম ফরমান আলী জানান, কুয়েত ফেরত এক প্রবাসীকে রিসিভ করতে বিমানবন্দরে আসেন তার দুই স্ত্রী। একপর্যায়ে স্বামী কার সঙ্গে যাবে এ নিয়ে তারা জড়িয়ে পড়েন বিবাদে।

ওই ব্যক্তির কাছে দুই নারীর পরিচয় জানতে চাইলে তিনি প্রথমে বিষয়টি এড়িয়ে যান। এক স্ত্রীকে রেখেই অন্য স্ত্রীকে নিয়ে গাড়িতে চেপে সটকে পড়তে চান। কিন্তু অপর স্ত্রীও নাছোড়বান্দা, গাড়ির দরজা ধরে টানাটানি করতে থাকেন।

এদিকে সানজিদার দাবি, ৭ বছর আগে তাদের বিয়ে হলেও তাকে না জানিয়ে দ্বিতীয় বিয়ে করেছেন মইনুল। তার ও তার তিন বছর বয়সী সন্তানের খোঁজও রাখছেন না। অন্যদিকে তমার দাবি, তিনিই মইনুলের বৈধ স্ত্রী। স্বামীকে তার বাড়িতে নিয়ে যেতে বিমানবন্দরে এসেছেন তিনি।

পরবর্তীতে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে সেই প্রবাসী জানান, দুইজনই তার স্ত্রী। একজনকে আগে বিয়ে করেছেন এবং অন্যজনকে তিনি পরবর্তীতে মোবাইলে বিয়ে করেছেন।

বিমানবন্দর থানার ওসি বিএম ফরমান আলী জানান, সংশ্লিষ্ট থানাকে বিষয়টি মেটানোর দায়িত্ব দিয়ে তাদের বাড়ি পাঠিয়ে দেয়া হয়েছে।

Tag :

শেয়ার করুন

বিমানবন্দরে এক স্বামীকে নিতে দুই স্ত্রীর টানাটানি

আপডেট টাইম : ০৪:২৪:০৯ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২০

৭১: রাজধানীর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মঙ্গলবার মালদ্বীপ থেকে দেশে ফেরা এক স্বামীকে নিয়ে তার দুই স্ত্রীর মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। পরিস্থিতি সামলাতে হস্তক্ষেপ করতে হয়েছে বিমানবন্দরে আইন শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত পুলিশ সদস্যদের।

প্রত্যক্ষদর্শীরা জানায়, মইনুল তার দ্বিতীয় স্ত্রী তমাকে নিয়ে গাড়িতে উঠতে গেলে প্রথম স্ত্রী সানজিদা এসে বাধা দেয়। তিনি তার সঙ্গে গাড়িতে যেতে চাপ দেন। এরপর শুরু হয় দুই স্ত্রীর ঝগড়া, যা হাতাহাতিতে গড়ায়। এই পরিস্থিতি সামাল দিতে বিমানবন্দরে কর্তব্যরত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের হস্তক্ষেপ করতে হয়।

বিমানবন্দর থানার ওসি বিএম ফরমান আলী জানান, কুয়েত ফেরত এক প্রবাসীকে রিসিভ করতে বিমানবন্দরে আসেন তার দুই স্ত্রী। একপর্যায়ে স্বামী কার সঙ্গে যাবে এ নিয়ে তারা জড়িয়ে পড়েন বিবাদে।

ওই ব্যক্তির কাছে দুই নারীর পরিচয় জানতে চাইলে তিনি প্রথমে বিষয়টি এড়িয়ে যান। এক স্ত্রীকে রেখেই অন্য স্ত্রীকে নিয়ে গাড়িতে চেপে সটকে পড়তে চান। কিন্তু অপর স্ত্রীও নাছোড়বান্দা, গাড়ির দরজা ধরে টানাটানি করতে থাকেন।

এদিকে সানজিদার দাবি, ৭ বছর আগে তাদের বিয়ে হলেও তাকে না জানিয়ে দ্বিতীয় বিয়ে করেছেন মইনুল। তার ও তার তিন বছর বয়সী সন্তানের খোঁজও রাখছেন না। অন্যদিকে তমার দাবি, তিনিই মইনুলের বৈধ স্ত্রী। স্বামীকে তার বাড়িতে নিয়ে যেতে বিমানবন্দরে এসেছেন তিনি।

পরবর্তীতে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে সেই প্রবাসী জানান, দুইজনই তার স্ত্রী। একজনকে আগে বিয়ে করেছেন এবং অন্যজনকে তিনি পরবর্তীতে মোবাইলে বিয়ে করেছেন।

বিমানবন্দর থানার ওসি বিএম ফরমান আলী জানান, সংশ্লিষ্ট থানাকে বিষয়টি মেটানোর দায়িত্ব দিয়ে তাদের বাড়ি পাঠিয়ে দেয়া হয়েছে।