মির্জাগঞ্জে দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার ৭
- আপডেট টাইম : ০৪:২৮:৩৫ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২০
- / 108
৭১: পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার রামপুর গ্রামে একটি বসতঘরে সশস্ত্র হামলা ও জোরপূর্বক জমি দখলের চেষ্টার অভিযোগে দেশীয় অস্ত্র (রামদা, বগি, দা) সহ গত রোববার বিকালে ৭জনকে গ্রেপ্তার করেছে মির্জাগঞ্জ থানা পুলিশ।
এ ঘটনায় রোববার রাতে ভুক্তভোগী মো. সাইফুল ইসলাম বাদী হয়ে ১৮জনের নামোল্লেখ করে এবং আরও অজ্ঞাত নামা ৩০-৪০ জনকে আসামী করে মির্জাগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মাধবখালী ইউনিয়নের রামপুর গ্রামের আব্দুল কাদের হাওলাদার ও একই গ্রামের প্রতিবেশি মো. সোহরাব সিকদারদের সাথে দীর্ঘদিন যাবত জমি নিয়ে বিরোধ চলে আসছিল। এর জের ধরে মো. সোহরাব সিকদার গত রোববার পটুয়াখালীর দুমকি উপজেলার পাঙ্গাশিয়া এলাকা থেকে ট্রলার যোগে ২০-২৫ জনের একটি লাঠিয়াল বাহিনী ভাড়ায় এনে দেশীয় অস্ত্র রামদা, বগি, দা নিয়ে এলাকায় মহরা দেয় এবং বিরোধপূর্ণ জমিতে আব্দুল কাদের হাওলাদারের একটি দোচালা টিনের ঘর ভেঙ্গে ফেলে।
মির্জাগঞ্জ থানা পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল গিয়ে ৩টি রামদা, ৩টি বগি ও বেশকিছু লাঠিসোটাসহ ৭জনকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃতরা হলেন- উপজেলার রামপুর গ্রামের সোহরাব সিকদার (৫৫), জলিল মোল্লা (৩২), মাসুম হোসেন হাওলাদার (২০) এবং দুমকি উপজেলার পাঙ্গাশিয়া এলাকার সজিব মোল্লা (২৩), গোলাম রাব্বি (১৯), শফিক মোল্লা (২০) ও জামাল মোল্লা (৩০)।
মির্জাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম.আর শওকত আনোয়ার ইসলাম বলেন, অভিযুক্ত সোহরাব সিকদার পার্শ্ববর্তী পাঙ্গাশিয়া থেকে কিছু লোক ভাড়ায় এনে প্রতিপক্ষ মো. সাইফুল ইসলামের দখলীয় জমির একটি ঘর ভেঙ্গে ফেলে সেখানে নতুন একটি ঘর তোলার চেষ্টা করছিল। খবর পেয়ে ঘটনাস্থল থেকে একটি ট্রলার, বেশকিছু দেশীয় অস্ত্র, লাঠিসোটাসহ ৭জনকে গ্রেপ্তার করা হয়।