শ্লীলতাহানির ঘটনা টাকার বিনিময়ে রফাদফা
- আপডেট টাইম : ০৫:০২:১৯ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২০
- / 109
৭১: রংপুরের পীরগঞ্জে স্কুলছাত্রীকে শ্লীলতাহানির ঘটনায় ৭০ হাজার টাকার বিনিময়ে রফাদফা করেছে স্থানীয় মাতব্বররা। উপজেলার কুমেদপুর ইউনিয়নের শরীফেরপাড়া গ্রামে ঘটনাটি ঘটে।
অভিযুক্ত এলাকাবাসী সূত্রে জানা গেছে, শরীফেরপাড়া গ্রামের মোকসেদ আলীর ছেলে বিদেশ (ওমান) ফেরত লম্পট মোবালেকুলের দৃষ্টি পরে একই গ্রামের চন্ডিপুর দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণিতে পড়ুয়া ছাত্রীর ওপর।
গত সোমবার রাতে ওই ছাত্রীর মা প্রকৃতির ডাকে সারা দেয়ার জন্য বাইরে গেলে এই সুযোগে লম্পট মোবালেকুল ওই ছাত্রীর ঘরে ঢুকে পড়ে তার শ্লীলতাহানির চেষ্টা চালায়। একপর্যায়ে ওই ছাত্রীর চিৎকারে আশপাশের লোকজন জড়ো হতে থাকে। অবস্থা বেগতিক দেখে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন লম্পট মোবালেকুল।
এদিকে স্থানীয় মাতব্বররা দিন-ভোর রফাদফা শেষে টাকার বিনিময়ে আপস মীমাংসা করে দিয়েছে বলে জানা গেছে। মেয়ের বাবা মাহবুবার রহমান ওরফে পচা মিয়া পেশায় একজন ভ্যানচালক। অত্যন্ত গরিব ও অসহায় এই মানুষটির ধারণা তার এই অসহায়ত্বের সুযোগেই হয়তো মাতব্বররা এই ধরনের দফারফা করে দিয়েছেন।
এ ব্যাপারে কুমেদপুর ইউপি চেয়ারম্যান মোশফাক খান ফুয়াদ চৌধুরী জানান, বিষয়টি জেনেছি, ভিকটিম পরিবার অভিযোগ পেলে ব্যবস্থা নেবো।