উপজেলা নির্বাচনে ধানের শীষ প্রতীকে অংশ নেবে বিএনপি
- আপডেট টাইম : ১২:৪৬:৩০ পূর্বাহ্ন, রবিবার, ৮ সেপ্টেম্বর ২০১৯
- / 125
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট ডাকাতির অভিযোগ তোলার পর এই সরকারের সময়ে স্থানীয় সরকার নির্বাচনে অংশ না নেয়ার যে সিদ্ধান্ত নিয়েছিল বিএনপি, তা থেকে সরে এসেছে দলটি।
শনিবার বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে আসন্ন ৮ উপজেলায় নির্বাচনে ধানের শীষ প্রতীকের প্রার্থী রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে।
বৈঠক শেষে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আগামী ১৪ অক্টোবর ৮ উপজেলায় যে নির্বাচন হবে, সেই নির্বাচনে দলীয় প্রতীকে আমরা অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।
গত বছরের ৩০ ডিসেম্বর একাদশ সংসদ নির্বাচনে অংশ নিয়ে ভোট ডাকাতির অভিযোগ তুলেছিল বিএনপি। এরপর তারা উপজেলা পরিষদ নির্বাচন বয়কট করে। উপজেলা নির্বাচনে বিএনপির যে নেতারা অংশ নিয়েছিলেন, তাদের বহিষ্কারও করা হয়। সম্প্রতি তাদের বিষয়ে নরম হয় বিএনপি।
শনিবার রাতে গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে স্থায়ী কমিটির বৈঠকে উপজেলা নির্বাচনে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে লন্ডন থেকে স্কাইপে যুক্ত থেকে সভাপতিত্ব করেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
ইত্তেফাক/জেডএইচ