নেচে গেয়ে বিশ্বকাপ যাত্রার খবর দিল বাঘিনীরা
- আপডেট টাইম : ১২:৪৪:০০ পূর্বাহ্ন, রবিবার, ৮ সেপ্টেম্বর ২০১৯
- / 140
দুর্দান্ত ব্যাটিং প্রদর্শনের পর বোলিংয়েও অসাধারণ পারফরমেন্স। সেই ধারায় ২০২০ অস্ট্রেলিয়া টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাই পর্বের চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশের মেয়েরা। ফাইনালের মঞ্চে থাইল্যান্ডকে ৭০ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে টাইগ্রেসরা। আগে ব্যাট করে সানজিদার ৭১ রানে চড়ে ১৩০ রানের পুঁজি পায় বাংলাদেশ। জবাবে ৬০ রানে থামে থাই মেয়েরা।
শনিবার স্কটল্যান্ডের ডান্ডিতে টস জিতে আগে ব্যাট করতে নেমে দারুণ সূচনা করে বাংলাদেশ। ওপেনিং জুটিতে ৬৮ রানের তোলেন মুর্শিদা ও সানজিদা। ব্যক্তিগত ৩৩ রান করে মুর্শিদা আউট হন। এরপর উইকেট আগলে খেলতে থাকা সানজিদাকে কেউই যোগ্য সমর্থন দিতে পারেননি। তবে, টি-টোয়েন্টিতে নিজের প্রথম ফিফটি তুলে নেন সানজিদা ইসলাম। শেষ পর্যন্ত সানজিদার ক্যারিয়ার সেরা অপরাজিত ৭১ রানের ইনিংসে নির্ধারিত ২০ ওভারে ১৩০ রানের চ্যালেঞ্জিং সংগ্রহ দাঁড় করে বাংলাদেশ নারী ক্রিকেট দল।
ফাইনালের মঞ্চে ১৩১ রানের টার্গেটে ব্যাট করতে নেমে শুরুতেই প্রতিপক্ষের ওপেনিং জুটি ছেঁটে ফেলেন নাহিদা আক্তার। ৭ রানে ফিরে যায় তাদের দুই ওপেনার। এরপর সালমা ও কুবরা আরো দুটি উইকেট তুলে নিলে দলীয় ১৭ রানে ৪ উইকেট হারিয়ে ধুকতে থাকে থাই মেয়েরা।
এরপর শায়লার দারুণ বোলিংয়ে মাত্র ৬০ রানে থেমে যায় থাইল্যান্ডের ইনিংস। বাছাই পর্বের ফাইনালে উঠায় ২০২০ অস্ট্রেলিয়া টি-টোয়েন্টি বিশ্বকাপ আগেই নিশ্চিত হয়েছে বাংলাদেশ ও থাইল্যান্ডের।
সংক্ষিপ্ত স্কোর :
বাংলাদেশ নারী ক্রিকেট দল : ১৩০/৫ (২০ ওভারে) (সানজিদা ৭১*, মুর্শিদা ৩৩, নিগার ৮, শায়লা ৩, জাহানারা ৩, ফাহিমা ০, ফারজানা ২*; সুথিরুয়াং ০/২১, বুচাথাম ২/৩১, তিপোচ ১/১৮, লাওমি ১/১৩, কামচোম্পু ০/২৭, পাদুংলার্ড ০/১৪)
থাইল্যান্ড নারী ক্রিকেট দল : ৬০/৭ (২০ ওভারে) (চান্তাম ১, চাইওয়াই ৫, কোঞ্চারোয়েনকাই ৩, বুচাথাম ৫, লিয়েংপ্রাসার্ট ১১, তিপোচ ৮, সুথিরুয়াং ০, কামচোম্পু ৪*, পাদুংলার্ড ১৫*; জাহানারা ০/৩, নাহিদা ২/১৭, ঋতু ০/৮, সালমা ১/৪, খাদিজা ১/৮, ফাহিমা ০/৭, শায়লা ২/৯)।