ঢাকা ১০:২৪ অপরাহ্ন, বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪, ১১ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

ডিসেম্বর-জানুয়ারিতে হতে পারে বিপিএল

ডেস্ক রিপোর্ট :
  • আপডেট টাইম : ০৫:৩৪:২৫ অপরাহ্ন, শুক্রবার, ৭ অগাস্ট ২০২০
  • / 116

৭১: চলতি বছরের নভেম্বরে আয়োজনের কথা ছিল বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। তবে ওই সময়ের মধ্যে প্রাণঘাতী করোনাভাইরাসের আগ্রাসন থামবে বলে মনে হচ্ছে না।  তবে করোনা ভাইরাসের মহামারী শেষ না হলেও বিপিএল আয়োজনে তাদের প্রচেষ্টা অব্যাহত থাকবে।

বোর্ডের মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনিস গণমাধ্যমকে বলেন, বিপিএল আয়োজনের জন্য সর্বাত্মক চেষ্টা চালাবে বিসিবি। আমাদের দেশে করোনা পরিস্থিতি এখনো শেষ হয়নি। ডিসেম্বর-জানুয়ারিতে আমাদের একটি স্লট আছে।

ওই সময় আমরা সবাই চেষ্টা করব বিপিএল আয়োজনের। এটি আমাদের ঘরোয়া টুর্নামেন্ট হলেও এখানে অনেক আন্তর্জাতিক খেলোয়াড় ও বিদেশি স্টাফরা অংশ নিয়ে থাকেন। এমন মহামারী চলাকালে বিদেশিরা আদৌ আমাদের দেশে আসবে কিনা সেটি নিয়ে কিছুটা সন্দেহ রয়েছে।’

বড় প্রশ্ন হচ্ছে, ফ্র্যাঞ্চাইজিগুলো টুর্নামেন্টের জন্য প্রস্তুত কিনা? করোনা পরিস্থিতি অনেক ব্যবসায়ীকে আর্থিকভাবে ধ্বংস করে দিয়েছে। প্রায় সবগুলো দলই ক্ষতিগ্রস্ত হয়েছে।

এ প্রসঙ্গে জালাল ইউনিস বলেন, ফ্র্যাঞ্চাইজিগুলো টুর্নামেন্টের জন্য প্রস্তুত কিনা তা আমরা জানিনা। সত্যিকার অর্থে বিপিএল নিয়ে আমরা এখনো কথাবার্তা শুরু করিনি। আশা করছি সেপ্টেম্বরে আমরা এটি নিয়ে আলোচনা করব। আমাদেরকে দেশের করোনা পরিস্থিতিরি উপরও নজর রাখতে হবে এবং অপেক্ষা করতে হবে।

Tag :

শেয়ার করুন

ডিসেম্বর-জানুয়ারিতে হতে পারে বিপিএল

আপডেট টাইম : ০৫:৩৪:২৫ অপরাহ্ন, শুক্রবার, ৭ অগাস্ট ২০২০

৭১: চলতি বছরের নভেম্বরে আয়োজনের কথা ছিল বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। তবে ওই সময়ের মধ্যে প্রাণঘাতী করোনাভাইরাসের আগ্রাসন থামবে বলে মনে হচ্ছে না।  তবে করোনা ভাইরাসের মহামারী শেষ না হলেও বিপিএল আয়োজনে তাদের প্রচেষ্টা অব্যাহত থাকবে।

বোর্ডের মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনিস গণমাধ্যমকে বলেন, বিপিএল আয়োজনের জন্য সর্বাত্মক চেষ্টা চালাবে বিসিবি। আমাদের দেশে করোনা পরিস্থিতি এখনো শেষ হয়নি। ডিসেম্বর-জানুয়ারিতে আমাদের একটি স্লট আছে।

ওই সময় আমরা সবাই চেষ্টা করব বিপিএল আয়োজনের। এটি আমাদের ঘরোয়া টুর্নামেন্ট হলেও এখানে অনেক আন্তর্জাতিক খেলোয়াড় ও বিদেশি স্টাফরা অংশ নিয়ে থাকেন। এমন মহামারী চলাকালে বিদেশিরা আদৌ আমাদের দেশে আসবে কিনা সেটি নিয়ে কিছুটা সন্দেহ রয়েছে।’

বড় প্রশ্ন হচ্ছে, ফ্র্যাঞ্চাইজিগুলো টুর্নামেন্টের জন্য প্রস্তুত কিনা? করোনা পরিস্থিতি অনেক ব্যবসায়ীকে আর্থিকভাবে ধ্বংস করে দিয়েছে। প্রায় সবগুলো দলই ক্ষতিগ্রস্ত হয়েছে।

এ প্রসঙ্গে জালাল ইউনিস বলেন, ফ্র্যাঞ্চাইজিগুলো টুর্নামেন্টের জন্য প্রস্তুত কিনা তা আমরা জানিনা। সত্যিকার অর্থে বিপিএল নিয়ে আমরা এখনো কথাবার্তা শুরু করিনি। আশা করছি সেপ্টেম্বরে আমরা এটি নিয়ে আলোচনা করব। আমাদেরকে দেশের করোনা পরিস্থিতিরি উপরও নজর রাখতে হবে এবং অপেক্ষা করতে হবে।