জয়পুরহাটে শিশুকে ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেপ্তার
- আপডেট টাইম : ০৪:৩৫:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ অগাস্ট ২০২০
- / 109
৭১: জয়পুরহাট শহরের শান্তিনগর এলাকায় ১০ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে সাবু মিয়া নামে এক কিশোরকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার সকালে শিশু ধর্ষণের ঘটনায় জয়পুরহাট সদর থানায় মামলা হলে বিকেলে পুলিশ সাবু মিয়াকে গ্রেপ্তার করে।
অভিযুক্ত সাবু মিয়া লালমনিরহাটের হাতিবান্ধা উপজেলার সিংগীমারী গ্রামের রফিকুল ইসলামের ছেলে। বর্তমানে তারা স্বপরিবারে জয়পুরহাট শহরের শান্তিনগর এলাকায় একটি ভাড়া বাড়িতে থাকেন।
ধর্ষণের শিকার শিশুটির মা ও বাবার বরাতে জয়পুরহাট সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহরিয়ার খান জানান, সোমবার সকালে শিশুটিকে ফুসলিয়ে সাবু তার ঘরে নিয়ে ধর্ষণ করে। পরে সে আহত অবস্থায় শিশুটিকে তাদের বাড়ির পাশে রেখে পালিয়ে যায়। শিশুর মা-বাবা বাড়ি এসে গুরুতর অবস্থায় মেয়েকে দেখতে পেয়ে প্রথমে জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে ভর্তি করান। পরে অবস্থার অবনতি হলে বিকেলে তাকে বগুড়া শহীদ জিয়াউর রহামান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।এ ব্যাপারে শিশুর মা জয়পুরহাট সদর থানায় মামলা করেছেন বলে জানান ওসি।