ঢাকা ১০:১৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ১৩ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

ভারতের পাঞ্জাবে মদপানে মৃত বেড়ে ১০৫

ডেস্ক রিপোর্ট :
  • আপডেট টাইম : ০৩:৫০:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ অগাস্ট ২০২০
  • / 122

৭১: ভারতের পাঞ্জাবে ভেজাল মদপানে মৃতের সংখ্যা বেড়ে ১০৫ জনে দাঁড়িয়েছে। সোমবার (৩ আগস্ট) স্থানীয় প্রশাসন এ তথ্য জানিয়েছে।

এদিকে গত বুধবার এ ঘটনায় প্রথমে এক ব্যক্তির মৃত্যু হয়। শুক্রবার মৃতের সংখ্যা দাঁড়ায় ২১ জনে। এরপর আরো ৮৪ জন মারা যান।

তবে মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

ঘটনা অনুসন্ধানে বিশেষ তদন্তের নির্দেশ দেন পাঞ্জাবের মুখ্যমন্ত্রী আমারিন্দর সিং। জড়িত কাউকে ছাড় দেয়া হবে না বলেও হুঁশিয়ারিও দেন তিনি।

স্থানীয়দের অভিযোগ, ওই এলাকয় ভেজাল মদ তৈরি হতো বিষয়টি স্থানীয় প্রশাসন জানতো। তাদের কাছে অভিযোগও দেয়া হয়েছে বলে জানান তারা।

ঘটনার পরই সাত শুল্ক কর্মকর্তা, ৬ পুলিশ কর্মকর্তাকে প্রত্যাহার করেছে রাজ্য প্রশাসন।

এদিকে সোমবার রাজ্যের বিভিন্ন জেলায় অভিযান চালিয়েছে পুলিশ। আটক করা হয় মদ তৈরি, বাজারজাত এবং বিক্রির সঙ্গে জড়িত অন্তত ৩০ জনকে। উদ্ধার করা হয় কয়েক হাজার লিটার ভেজাল মদ।

এর আগে গেল বছর বিষাক্ত মদ খেয়ে ১৫১ জন মৃত্যু হয়। যা দেশটির সাম্প্রতিক ইতিহাসে ভেজাল মদপানে সবচেয়ে বেশি মৃত্যুর ঘটনা।

Tag :

শেয়ার করুন

ভারতের পাঞ্জাবে মদপানে মৃত বেড়ে ১০৫

আপডেট টাইম : ০৩:৫০:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ অগাস্ট ২০২০

৭১: ভারতের পাঞ্জাবে ভেজাল মদপানে মৃতের সংখ্যা বেড়ে ১০৫ জনে দাঁড়িয়েছে। সোমবার (৩ আগস্ট) স্থানীয় প্রশাসন এ তথ্য জানিয়েছে।

এদিকে গত বুধবার এ ঘটনায় প্রথমে এক ব্যক্তির মৃত্যু হয়। শুক্রবার মৃতের সংখ্যা দাঁড়ায় ২১ জনে। এরপর আরো ৮৪ জন মারা যান।

তবে মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

ঘটনা অনুসন্ধানে বিশেষ তদন্তের নির্দেশ দেন পাঞ্জাবের মুখ্যমন্ত্রী আমারিন্দর সিং। জড়িত কাউকে ছাড় দেয়া হবে না বলেও হুঁশিয়ারিও দেন তিনি।

স্থানীয়দের অভিযোগ, ওই এলাকয় ভেজাল মদ তৈরি হতো বিষয়টি স্থানীয় প্রশাসন জানতো। তাদের কাছে অভিযোগও দেয়া হয়েছে বলে জানান তারা।

ঘটনার পরই সাত শুল্ক কর্মকর্তা, ৬ পুলিশ কর্মকর্তাকে প্রত্যাহার করেছে রাজ্য প্রশাসন।

এদিকে সোমবার রাজ্যের বিভিন্ন জেলায় অভিযান চালিয়েছে পুলিশ। আটক করা হয় মদ তৈরি, বাজারজাত এবং বিক্রির সঙ্গে জড়িত অন্তত ৩০ জনকে। উদ্ধার করা হয় কয়েক হাজার লিটার ভেজাল মদ।

এর আগে গেল বছর বিষাক্ত মদ খেয়ে ১৫১ জন মৃত্যু হয়। যা দেশটির সাম্প্রতিক ইতিহাসে ভেজাল মদপানে সবচেয়ে বেশি মৃত্যুর ঘটনা।