বাগেরহাটে র্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ শীর্ষ সন্ত্রাসী নিহত
- আপডেট টাইম : ০২:০৬:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২০
- / 130
৭১: খুলনার রূপসা উপজেলার নৈহাটি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোস্তফা কামাল ওরফে মিনা কামাল ওরফে ফাটা কেস্ট (৫৫) র্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত হয়েছেন। এ বন্দুকযুদ্ধের সময় র্যাবের দুই সদস্য আহত হন। তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে।
বৃহস্পতিবার (৩০ জুলাই) ভোরে বাগেরহাট জেলার রামপাল বিদ্যুৎ কেন্দ্রের কাছে খুলনা-মোংলা মহাসড়কের পার্শ্ববর্তী ভেকুটিমারি স্থানে এ ‘বন্দুকযুদ্ধ’ হয়। ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল, গুলি, ডেগার, ৫০০ পিস ইয়াবা, নগদ ৬৬ হাজার টাকা জব্দ করা হয়েছে।
মিনা কামালের বিরুদ্ধে হত্যাসহ ২৫টি মামলা রয়েছে। রূপসার আলোচিত সারজিল ইসলাম সংগ্রাম (২৮) হত্যা মামলার চার্জশিটভুক্ত আসামি তিনি। জেলা পুলিশের শীর্ষ অস্ত্রধারী সন্ত্রাসীর তালিকায় তার নাম ছিল।
র্যাব-৬ এর কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল ফিরোজ বিষয়টি নিশ্চিত করে গণমাধ্যমকে জানান, গোপন সংবাদ পেয়ে র্যাব সদস্যরা রামপাল এলাকায় অভিযান পরিচালনা করছিল।
ভোররাতে জিরো পয়েন্ট এলাকায় ঘিরে ধরলে কামাল র্যাব সদস্যদের ওপর গুলি চালায়। র্যাব সদস্যরাও পাল্টা গুলি ছোড়ে। এক পর্যায়ে কামালে গুলিবিদ্ধ অবস্থায় ধরা হয়। তাকে দ্রুত রামপাল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।