সৌদির সাথে মিল রেখে ঈদুল আজহা পালন করবে মালয়েশিয়া
- আপডেট টাইম : ০৪:১৭:১৭ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২০
- / 173
৭১: সৌদির সাথে মিল রেখে আগামী ৩১ জুলাই মালয়েশিয়ায় পবিত্র ঈদ উল- আযহা পালিত হবে। দেশটির ধর্ম মন্ত্রণালয়ের খবরে জানানো হয়েছে, আগামী ৩১ জুলাই শুক্রবার পবিত্র ঈদ উল-আযহা পালিত হবে। তবে বিদেশিদের মসজিদে প্রবেশের অনুমতি এখনো দেয়া হয়নি।
এছাড়াও নিজ দেশের নাগরিকদের বিধিনিষেধ পালন করে নামাজ আদায় করতে বলা হয়েছে। এসময় স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে, পবিত্র ঈদ উল-আযহা উপলক্ষে সর্বোচ্চ এক বাড়িতে ২০ জনের বেশি জমায়েত করা যাবে না।
ইতিমধ্যেই পরিবারের সাথে ঈদ করতে দেশটির বিভিন্ন শহর থেকে নিজ নিজ এলাকায় ফিরতে শুরু করেছে সেদেশের ধর্মপ্রাণ মুসলমানরা। তবে করোনা ভাইরাস মোকাবেলায় বিভিন্ন বিধিনিষেধ চলমান থাকায় বিগত দিনের মতো ঈদের আমেজ রইবেনা। এদিকে ঈদ উল আযহা উপলক্ষে মালয়েশিয়ায় অবস্থিত বাংলাদেশ হাইকমিশনে দুই দিনের ছুটি ঘোষণাা করা হয়েছে।
৩০ ও ৩১ জুলাই (বৃহস্পতি ও শুক্রবার) হাই কমিশনের সব ধরনের কার্যক্রম বন্ধ থাকবে। এছাড়াও শনি ও রবিবার সাপ্তাহিক ছুটি থাকবে। সোমবার থেকে আবারো আগের মত কার্যক্রম শুরুু হবে বলে দূতাবাস থেকে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়েছে।