সোনাগাজীতে বজ্রপাতে নিহত দুই শিক্ষার্থীর পরিবারকে অনুদান
- আপডেট টাইম : ০৩:২১:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২০
- / 106
৭১: ফেনীর সোনাগাজীতে বজ্রপাতে নিহত দুই স্কুলছাত্র শাকিল ও ইমরানের পরিবারকে সান্তনা জানিয়েছেন জেলা প্রশাসক মো. ওয়াহিদুজজমান।বৃহস্পতিবার (২৩ জুলাই) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে শোকাহত স্বজনরা সাক্ষাৎ করতে গেলে দুই পরিবারের সদস্যদের সমবেদনা জানান। পরে তিনি দুই শিক্ষার্থীর পরিবারকে ২০ হাজার টাকা করে ৪০ হাজার টাকার অনুদান দেন।
এসময় পুলিশ সুপার খোন্দকার নূরুন্নবী, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সুজন চৌধুরী, বগাদানা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ইসহাক খোকন, নিহত শাকিবের বাবা জয়নাল আবদীন ও ইমরানের বাবা আবদুল গোফরান উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, গত বৃহস্পতিবার (১৮ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে স্থানীয় মোবারক আলী মাঝি বাড়ির বাগানে শাকিব (১২), ইমরান (১৩) ও নাহিদসহ (১১) কয়েকজন কিশোর মিলে খেলাধুলা করছিলো। এ সময় বজ্রপাতে তিন কিশোর গুরুতর আহত হয়।
পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শাকিব ও ইমরানকে মৃত ঘোষণা করেন। নাহিদকে ফেনী জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
নিহত শাকিব স্থানীয় ওসমানিয়া উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণি ও ইমরান একই স্কুলের ৬ষ্ঠ শ্রেণির ছাত্র ছিল।