ঢাকা ১০:৪৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ১২ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

সিদ্ধিরগঞ্জে সংঘবদ্ধ গাড়ি চোর চক্রের ২ সদস্য গ্রেফতার

ডেস্ক রিপোর্ট :
  • আপডেট টাইম : ০৪:৩২:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২০
  • / 85

৭১: নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ উপজেলা থেকে সংঘবদ্ধ গাড়ী চোর চক্রের ২ সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর ১১ সদস্যরা। বুধবার বিকেলে তাদের উপজেলার শিমরাইল এলাকা থেকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলো কামাল হোসেন (৩৮) ও মো. ইমরান (৩৯)।

র‌্যাব-১১ এর অতিরিক্ত পুলিশ সুপার কোম্পানী কমান্ডার মো. জসিম উদ্দীন পিপিএম জানান, বুধবার বিকেলে তাদের শিমরাইল এলাকা থেকে গ্রেফতার করা হয়। পরে তাদের স্বীকারোক্তি অনুযায়ী সিদ্ধিরগঞ্জের গোদনাইল থেকে একটি চোরাইকৃত পিকআপ গাড়ি উদ্ধার করা হয়। উদ্ধারকৃত গাড়িটি গত ২০ জুলাই কুমিল্লার বরুড়া থানা এলাকা থেকে চুরি করে নিয়ে আসে। পরবর্তীতে গাড়ির মালিকের কাছে মোবাইলে ফোনে বিকাশের মাধ্যমে টাকা দাবি করে।

তিনি আরও জানান, গ্রেফতারকৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদ স্বীকার করেছে তারা একটি সংঘবদ্ধ চোর চক্র দলের সদস্য। তারা পরস্পর যোগসাজশে দীর্ঘদিন যাবৎ দেশের বিভিন্ন জেলা থেকে গাড়ি চুরি করে নারায়ণগঞ্জে নিয়ে আসে। পরবর্তীতে গাড়ির বডি বা ডকুমেন্ট থেকে চালক বা মালিকের নাম্বার সংগ্রহ করে ফোন করে বিকাশের মাধ্যমে মোটা অঙ্কের টাকা দাবি করে। দাবিকৃত টাকা ফেরত পেলে অনেক সময় গাড়ি ফেরত দেয়। না হলে চোরাই গাড়ি অন্যত্র বিক্রি করে দেয়।

Tag :

শেয়ার করুন

সিদ্ধিরগঞ্জে সংঘবদ্ধ গাড়ি চোর চক্রের ২ সদস্য গ্রেফতার

আপডেট টাইম : ০৪:৩২:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২০

৭১: নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ উপজেলা থেকে সংঘবদ্ধ গাড়ী চোর চক্রের ২ সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর ১১ সদস্যরা। বুধবার বিকেলে তাদের উপজেলার শিমরাইল এলাকা থেকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলো কামাল হোসেন (৩৮) ও মো. ইমরান (৩৯)।

র‌্যাব-১১ এর অতিরিক্ত পুলিশ সুপার কোম্পানী কমান্ডার মো. জসিম উদ্দীন পিপিএম জানান, বুধবার বিকেলে তাদের শিমরাইল এলাকা থেকে গ্রেফতার করা হয়। পরে তাদের স্বীকারোক্তি অনুযায়ী সিদ্ধিরগঞ্জের গোদনাইল থেকে একটি চোরাইকৃত পিকআপ গাড়ি উদ্ধার করা হয়। উদ্ধারকৃত গাড়িটি গত ২০ জুলাই কুমিল্লার বরুড়া থানা এলাকা থেকে চুরি করে নিয়ে আসে। পরবর্তীতে গাড়ির মালিকের কাছে মোবাইলে ফোনে বিকাশের মাধ্যমে টাকা দাবি করে।

তিনি আরও জানান, গ্রেফতারকৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদ স্বীকার করেছে তারা একটি সংঘবদ্ধ চোর চক্র দলের সদস্য। তারা পরস্পর যোগসাজশে দীর্ঘদিন যাবৎ দেশের বিভিন্ন জেলা থেকে গাড়ি চুরি করে নারায়ণগঞ্জে নিয়ে আসে। পরবর্তীতে গাড়ির বডি বা ডকুমেন্ট থেকে চালক বা মালিকের নাম্বার সংগ্রহ করে ফোন করে বিকাশের মাধ্যমে মোটা অঙ্কের টাকা দাবি করে। দাবিকৃত টাকা ফেরত পেলে অনেক সময় গাড়ি ফেরত দেয়। না হলে চোরাই গাড়ি অন্যত্র বিক্রি করে দেয়।