শ্রীলঙ্কা সফর নিয়ে বিসিবির নতুন ভাবনা
- আপডেট টাইম : ০৪:৫৮:৩১ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২০
- / 105
৭১: করোনাভাইরাসের কারণে এরই মধ্যে বাংলাদেশের বেশ কিছু সিরিজ স্থগিত হয়ে গেছে। এশিয়া কাপ ও টি-টোয়েন্টি বিশ্বকাপ স্থগিত হওয়ায় কিছুটা ফাঁকা সময় পেয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এই সময়ের মাঝে শ্রীলঙ্কায় গিয়ে সিরিজ খেলার কথা ভাবছে বোর্ড।
করোনার কারণে গত মার্চে বাংলাদেশের পাকিস্তান সফর স্থগিত হয়। এরপর মে মাসে আয়ারল্যান্ড সফর ও জুনে শ্রীলঙ্কা সফর স্থগিত হয়ে যায়। এছাড়া ঘরের মাঠে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ দুটিও স্থগিত করা হয়েছে।
বিশ্বকাপ ও এশিয়া কাপের মতো দুটি আসর পিছিয়ে যাওয়ায় এখন ম্যাচ আয়োজনের থেকে সফরগুলো নিয়েই বেশি ভাবছে বিসিবি। ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজ জানিয়েছে, এরই মধ্যে শ্রীলঙ্কা সফরের ব্যাপারে সেই দেশের বোর্ডের সঙ্গে আলোচনা শুরু করেছে বিসিবি।
এ ব্যাপারে বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী বলেন, আমাদের কাছে এখন ক্রিকেটে ফেরাটাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এছাড়া এ পর্যন্ত স্থগিত হওয়া আন্তর্জাতিক সিরিজগুলো কত দ্রুত নতুন করে আয়োজন করা যায় তা নিয়েই আমরা ভাবছি।
তিনি আরও বলেন, এখনো আমাদের দেশের পরিস্থিতি ইতিবাচক নয়। ফলে দেশের বাইরের যেসব সিরিজ স্থগিত হয়েছে সেসব নিয়ে আমাদের ভাবতে হচ্ছে। আপাতত কত দ্রুত শ্রীলঙ্কা সফর নিশ্চিত করে যায় সেদিকেই আমরা তাকিয়ে আছি। এছাড়া এরপর যদি আয়ারল্যান্ডের কন্ডিশন খেলার মতো হয়, তবে আমরা সেখানেও সফর করব।