ঈদে সালমান শাহ’র যে ৭টি সিনেমা প্রচার হবে
- আপডেট টাইম : ০৪:২৪:০৩ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২০
- / 93
৭১: সালমান শাহ। দেশের সিনেমায় তিনি ‘রোমান্টিক হিরো’ হিসেবে পরিচিত পান। ১৯৯৬ সালের ৬ই সেপ্টেম্বর মারা যান তিনি।
মৃত্যুর ২৩ বছর পরেই সালমান শাহর সিনেমা দর্শকদের কাছে জনপ্রিয়। তাই এই করোনাকালে দর্শকদের প্রিয় নায়কের সিনেমা দেখানোর উদ্যোগ নিয়েছে বিজয় টিভি। ঈদের সাত দিনে বিজয় টিভির পর্দায় থাকছে ৭টি সিনেমা।
ঈদের দিন থকে পরের ছয়দিন রাত ১০টা থেকে প্রচার হবে সালমান শাহ অভিনীত সিনেমা। এই সিনেমাগুলোর মধ্যে সালমান শাহ-শাবনূর জুটির স্বপ্নের নায়ক, আনন্দ অশ্রু, তোমাকে চাই ছবিগুলো।
এছাড়াও প্রচার হবে সালমান শাহ-লিমা জুটির কন্যাদান, প্রেম যুদ্ধ, সালমান শাহ-মৌসুমীর স্নেহ এবং সালমান শাহ-একার প্রিয়জন ছবিগুলো।
এছাড়া ঈদে ৭ দিনে মোট ২৮ ছবি প্রচার করবে বিজয় টিভি। এর মধ্যে সর্বোচ্চ ১৫টি শাকিব খান অভিনীত ছবি প্রচারিত হবে। আরও থাকছে রিয়াজ, মান্না অভিনীত সিনেমা।