তাদের পেশা যেন মোবাইল চুরি!
- আপডেট টাইম : ০৫:৩৫:২০ অপরাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২০
- / 111
৭১: চট্টগ্রাম মহানগরের কোতোয়ালি থানাধীন এলাকায় অভিযান চালিয়ে তিন জনকে গ্রেফতার করেছে পুলিশ। এদের পেশা মূলত মোবাইল সেট চুরি। নগরের বিভিন্ন এলাকার বাসা-বাড়ি, বাস স্টেশন, শপিংমল ঘুরে সুযোগ বুঝে চুরি করাই এদের একমাত্র পেশা।
এসব চোরাই মোবাইল আবার কম দামে বিভিন্নজনের কাছে বিক্রি করে।
গতকাল শুক্রবার এমন চোর চক্রের তিন সদস্যকে গ্রেফতার করার বিষয়টি জানানো হয় পুলিশের পক্ষ থেকে। তাদের কাছ থেকে বিভিন্ন ব্র্যান্ডের ২৫টি চোরাই মোবাইল উদ্ধার করা হয়।
গ্রেফতার তিনজন হলো- সন্দ্বীপ উপজেলার কালাপানিয়া এলাকার ইউসুফের ছেলে সাইফুল ইসলাম (৩৩), নোয়াখালী জেলার সোনাইমুড়ি বাংলাবাজার এলাকার হারুন অর রশিদের ছেলে সাজ্জাদ (২৩) ও ফরিদপুর জেলার আলমডাঙ্গা দীঘলঝর্না এলাকার আতাউর মিয়ার ছেলে সুমন প্রকাশ রুবেল (২৪)। তারা চট্টগ্রাম মহানগরের বিভিন্ন এলাকায় বসবাস করে।
এদের মধ্যে সাজ্জাদ ও সুমন প্রকাশ রুবেলের বিরুদ্ধে নগরের বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে বলে কোতোয়ালি থানার ওসি মোহাম্মদ মহসীন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।
কোতোয়ালি থানার উপ-পরিদর্শক (এসআই) সজল দাশ বলেন, গ্রেফতার তিনজন মূলত পেশাদার মোবাইল চোর। তাদের কাজ হলো নগরের বিভিন্ন এলাকার বাসা-বাড়ি, বাস স্টেশন, শপিং মল ঘুরে সুযোগ বুঝে চুরি করা। চোর চক্রের সদস্যরা মোবাইল চুরি করে এনে সাইফুলের কাছে বিক্রি করে থাকে। আর সাইফুল কম দামে বিভিন্নজনের কাছে এসব মোবাইল বিক্রি করে।