ঢাকা ০৯:৫০ পূর্বাহ্ন, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

১৯ রান করলেই সর্বকালের সেরা দশে সাকিব

ডেস্ক রিপোর্ট :
  • আপডেট টাইম : ০৮:৩৪:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ জুলাই ২০১৯
  • / 134

সাকিব আল হাসান

শেষ ম্যাচ খেলতে নামার আগে নিজেকে উজ্জীবিত করা খুবই কঠিন হবে সাকিব আল হাসানের জন্য। দলের আর পাওয়ার কিছু নেই। বিশ্বকাপ থেকে বিদায় নিশ্চিত হয়ে গেছে আগের ম্যাচেই। দলই যদি কাঙ্ক্ষিত লক্ষ্যে না পৌঁছায়, ব্যক্তিগত অর্জন দিয়ে আর কী হবে! তবে এমন একটা ব্যক্তিগত মাইলফলক অপেক্ষা করছে, সাকিব চাইলে নিজের ব্যাটে আবারও শান দিয়ে রাখতে পারেন। আর ১৯ রান করলেই যে সাকিব বিশ্বকাপে সর্বকালের সর্বোচ্চ ১০ রানের মালিকের খাতায় ঢুকে যাবেন। যে তালিকায় আছেন শচীন টেন্ডুলকার, রিকি পন্টিং, কুমার সাঙ্গাকার, ব্রায়ান লারারা। অবশ্য টেন্ডুলকার-পন্টিংরা অনেক দূরত্বে। ১৮ রান করলে বিশ্বকাপে সাকিবের মোট রান হবে ১‌১০০। সাকিব আরও একটি বিশ্বকাপ খেলতেই পারেন। সেই বিশ্বকাপে এবারের মতো ফর্ম না থাকলেও বিশ্বকাপের সর্বকালের সেরা পাঁচে উঠে যাওয়ার সম্ভাবনা বেশ উজ্জ্বল থাকবে সাকিবের।

ব্যাটসম্যানম্যাচরানগড়১০০/৫০
শচীন টেন্ডুলকার৪৫২২৭৮৫৬.৯৫৬/১৫
রিকি পন্টিং৪৬১৭৪৩৪৫.৮৬৫/৬
কুমার সাঙ্গাকারা৩৭১৫৩২৫৬.৭৪৫/৭
ব্রায়ান লারা৩৪১২২৫৪২.২৪২/৭
এবি ডি ভিলিয়ার্স২৩১২০৭৬৩.৫২৪/৬
ক্রিস গেইল৩৫১১৮৬৩৫.৯৩২/৬
সনাৎ জয়াসুরিয়া৩৮১১৬৫৩৪.২৬৩/৬
জ্যাক ক্যালিস৩৬১১৪৮৪৫.৯২১/৯
তিলকারত্নে দিলশান২৭১১১২৫২.৯৫৪/৪
মাহেলা জয়াবর্ধনে৪০১১০০৩৫.৪৮৪/৫
অ্যাডাম গিলক্রিস্ট৩১১০৮৫৩৬.১৬১/৮
জাভেদ মির্য়াদাদ৩৩১০৮৩৪৩.৩২১/৮
সাকিব আল হাসান২৮১০৮২৪৫.০৮২/৯
Tag :

শেয়ার করুন

১৯ রান করলেই সর্বকালের সেরা দশে সাকিব

আপডেট টাইম : ০৮:৩৪:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ জুলাই ২০১৯

শেষ ম্যাচ খেলতে নামার আগে নিজেকে উজ্জীবিত করা খুবই কঠিন হবে সাকিব আল হাসানের জন্য। দলের আর পাওয়ার কিছু নেই। বিশ্বকাপ থেকে বিদায় নিশ্চিত হয়ে গেছে আগের ম্যাচেই। দলই যদি কাঙ্ক্ষিত লক্ষ্যে না পৌঁছায়, ব্যক্তিগত অর্জন দিয়ে আর কী হবে! তবে এমন একটা ব্যক্তিগত মাইলফলক অপেক্ষা করছে, সাকিব চাইলে নিজের ব্যাটে আবারও শান দিয়ে রাখতে পারেন। আর ১৯ রান করলেই যে সাকিব বিশ্বকাপে সর্বকালের সর্বোচ্চ ১০ রানের মালিকের খাতায় ঢুকে যাবেন। যে তালিকায় আছেন শচীন টেন্ডুলকার, রিকি পন্টিং, কুমার সাঙ্গাকার, ব্রায়ান লারারা। অবশ্য টেন্ডুলকার-পন্টিংরা অনেক দূরত্বে। ১৮ রান করলে বিশ্বকাপে সাকিবের মোট রান হবে ১‌১০০। সাকিব আরও একটি বিশ্বকাপ খেলতেই পারেন। সেই বিশ্বকাপে এবারের মতো ফর্ম না থাকলেও বিশ্বকাপের সর্বকালের সেরা পাঁচে উঠে যাওয়ার সম্ভাবনা বেশ উজ্জ্বল থাকবে সাকিবের।

ব্যাটসম্যানম্যাচরানগড়১০০/৫০
শচীন টেন্ডুলকার৪৫২২৭৮৫৬.৯৫৬/১৫
রিকি পন্টিং৪৬১৭৪৩৪৫.৮৬৫/৬
কুমার সাঙ্গাকারা৩৭১৫৩২৫৬.৭৪৫/৭
ব্রায়ান লারা৩৪১২২৫৪২.২৪২/৭
এবি ডি ভিলিয়ার্স২৩১২০৭৬৩.৫২৪/৬
ক্রিস গেইল৩৫১১৮৬৩৫.৯৩২/৬
সনাৎ জয়াসুরিয়া৩৮১১৬৫৩৪.২৬৩/৬
জ্যাক ক্যালিস৩৬১১৪৮৪৫.৯২১/৯
তিলকারত্নে দিলশান২৭১১১২৫২.৯৫৪/৪
মাহেলা জয়াবর্ধনে৪০১১০০৩৫.৪৮৪/৫
অ্যাডাম গিলক্রিস্ট৩১১০৮৫৩৬.১৬১/৮
জাভেদ মির্য়াদাদ৩৩১০৮৩৪৩.৩২১/৮
সাকিব আল হাসান২৮১০৮২৪৫.০৮২/৯