বিজ্ঞান-প্রযুক্তি ৭ হাজার এমএএইচ ব্যাটারির স্মার্টফোন
- আপডেট টাইম : ০৪:৪১:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২০
- / 125
৭১: বছর দুয়েক আগেও স্মার্টফোনের সবচেয়ে আনস্মার্ট ফিচার হিসেবে পরিচিত ছিল, এর ব্যাটারি। দারুণ সব ফিচারসমৃদ্ধ ফোনের ব্যাটারি সক্ষমতাও দেখা যেত ৩ হাজার এমএএইচের নিচে। ফলে ব্যাটারির চার্জ নিয়ে প্রায় প্রত্যেকেরই হা-হুতাশ থাকত।
তবে হাল আমলের স্মার্টফোনগুলো ব্যাটারির ক্ষেত্রে ‘আনস্মার্ট’ দুর্নাম অনেকটাই কাটিয়ে উঠছে। ৪ হাজার এমএএইচ থেকে ৫ হাজার এমএএইচ ব্যাটারিসমৃদ্ধ স্মার্টফোন এখন বাজারে ছড়াছড়ি। কিন্তু যাদের সবসময় ইন্টারনেটে সংযুক্ত থাকতে হয়, তাদের ক্ষেত্রে এ ব্যাটারিও চাহিদা পূরণ করতে পারছে না।
সুতরাং যারা ব্যাটারি ব্যাকআপ নিয়ে এখনো সন্তুষ্ট নন, তাদের সন্তুষ্ট করতে এবার স্যামসাং নিয়ে আসছে প্রায় ৭ হাজার এমএএইচ ব্যাটারি সক্ষমতার স্মার্টফোন। নতুন এই ফোনের মডেল হতে পারে গ্যালাক্সি এম৪১। এতে থাকবে ৬ হাজার ৮০০ এমএএইচ ক্ষমতার বিশাল ব্যাটারি।
এর আগে স্যামসাংয়ের এম৩১ এবং এম২১ ফোনে ৬ হাজার এমএএইচের ব্যাটারি দেখা গেছে। বর্তমানে বাজারে থাকা স্যামসাং ফোনগুলোর মধ্যে এই দুটি ফোনের ব্যাটারিই সবচেয়ে বড়।