ঢাকা দক্ষিণ সিটির ১৩ পশুর হাট বাতিল
- আপডেট টাইম : ০৪:৫০:২০ অপরাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২০
- / 107
৭১: করোনা সংক্রমণের ঝুঁকি এড়াতে কোরবানির পশুর হাট কমানোর সিদ্ধান্ত নিয়েছিল ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি)। এরই অংশ হিসেবে ১৩টি পশুর হাট বাতিল করেছে ডিএসসিসি। ফলে এবার ঢাকা দক্ষিণে হাট বসবে মাত্র ৫টি। পাশাপাশি একটি অনলাইন হাট বসানোর প্রচেষ্টা চালাচ্ছে সিটি কর্পোরেশন।
রোববার (১২ জুলাই) ডিএসসিসি এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
এ প্রসঙ্গে ডিএসসিসির প্রধান সম্পত্তি কর্মকর্তা মো. রাসেল সাবরিন গণমাধ্যমকে বলেন, সভার সিদ্ধান্ত অনুযায়ী ডিএসসিসি এলাকায় এবার ৫টি অস্থায়ী পশুর হাট বসবে। পাশাপাশি আমরা একটি ডিজিটাল পশুর হাট বসানোর প্রচেষ্টা চালাচ্ছি। সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের সঙ্গে আলোচনা ফলপ্রসূ হলে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের আদলেই ডিএসসিসি একটি ডিজিটাল হাট বসবে।
ডিএসসিসি এলাকায় যেসব স্থানে হাট বসবে– উত্তর শাহজাহানপুর মৈত্রী সংঘের মাঠসংলগ্ন খালি জায়গা, হাজারীবাগ লেদার টেকনোলজি কলেজসংলগ্ন খালি জায়গা, পোস্তগোলা শ্মশানঘাটসংলগ্ন খালি জায়গা, কমলাপুর লিটল ফ্রেন্ডস ক্লাবসংলগ্ন আশপাশের খালি জায়গা, আফতাবনগর ব্লক-ই, এফ, জির সেকশন ১ ও ২ নম্বর এলাকায়।