আমের কেজি ২০ টাকা, কোথায় গেলে পাবেন?
- আপডেট টাইম : ০৫:১৫:০৫ অপরাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২০
- / 101
৭১: অবিশ্বাস্য হলেও সত্যি, মাত্র ২০ টাকায় মিলছে আমের কেজি। তবে সেই আম মিলবে রাজশাহীর বাঘায় গেলে।
ওই এলাকার আম ব্যবসায়ীরা আড়তে-আড়তে ফেরি করে বিক্রি করছেন এসব আম।
এই প্রসঙ্গে বাঘা জেলার গোচর গ্রামের একজন আম ব্যবসায়ী জানান, শনিবার উপজেলার বিভিন্ন আড়তে ২০ টাকা দরে লক্ষণভোগ আম কেনাবেচা হয়। ফেরি ব্যবসায়ীরা এলাকায় ঘুরে ঘুরে ২-৩ টাকা লাভে এসব আম আড়তে বিক্রি করেন। প্রতিদিন সকালে পাকা আম গাছ থেকে নামিয়ে আড়তে বিক্রি করা হয়।
তিনি আরও জানান, অনেক সময় আড়তেও যাওয়া লাগে না। গাছ থেকে নামিয়ে এই আম বাড়িতে রাখি, সেখান থেকে ব্যবসায়ীরা এসে নিয়ে যায়।
বাঘার আরেক আম ব্যবসায়ী জানান, ১০-১২ বছর ধরে এই ব্যবসা করে আসছি। এবছরও গ্রামে গ্রামে ঘুরে গাছ পাকা লক্ষণভোগ আম কিনে স্থানীয় আড়তে কেজিতে ২-৩ টাকা লাভে বিক্রি করছি। এবার ২০ টাকা কেজিতে মিলছে লক্ষণভোগ আম।
বাঘার আড়ানী পৌরবাজারের আড়তদার মইনুল ইসলাম জানান, গাছ পাকা আম কিনে ঢাকায় চালান করি। এই আম ২০-২২ টাকা কেজি দরে বিক্রেতাদের কাছ থেকে ক্রয় করছি।
এ দিকে শনিবার (১১ জুলাই) স্থানীয় আড়তে ঘুরে দেখা গেছে, কাঁচা আম লক্ষণভোগ ৭৫০-৮৫০ টাকা প্রতি মণ বিক্রি হচ্ছে।
ল্যাংড়া ও খেরসাপাত ৩২০০-৩৫০০ টাকা এবং আম্রপালি ২৫০০-২৮০০ টাকায় প্রতি মণ কেনাবেচা হচ্ছে।