স্পনসর না থাকায় পাকিস্তানের জার্সিতে আফ্রিদি ফাউন্ডেশনের লোগো
- আপডেট টাইম : ০৪:৪০:৫৬ অপরাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২০
- / 98
৭১: স্পনসর না থাকায় ইংল্যান্ড সফরে পাকিস্তান জাতীয় দলের জার্সিতে দেখা যাবে শহীদ আফ্রিদি ফাউন্ডেশনের। লোগোআফ্রিদি নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন।
পাকিস্তানের সাবেক অলরাউন্ডার টুইটে বলেছেন, আনন্দের সঙ্গে জানাচ্ছি পাকিস্তানের খেলার সরঞ্জামে শহীদ আফ্রিদি ফাউন্ডেশনের লোগো থাকবে। আমরা পিসিবির চ্যারিটি পার্টনার। পিসিবিকে ধন্যবাদ জানাই এবং সফরে ছেলেদের শুভকামনা জানাচ্ছি।
ইংল্যান্ডে তিন ম্যাচের টেস্ট ও টি-টোয়েন্টি সিরিজ খেলবে পাকিস্তান। তবে আফ্রিদির দাতব্য প্রতিষ্ঠানের লোগো ব্যবহার করে পিসিবি আর্থিক কোনো অঙ্ক পাচ্ছে কি না তা এখনো নিশ্চিত না।
জানা গেছে, করোনা মহামারির শুরু থেকেই আর্থিক সংকটে আছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।
বোর্ডের এক সূত্র সংবাদমাধ্যমকে জানান, একটি বহুজাতিক পানীয় নির্মাতা প্রতিষ্ঠানের সঙ্গে দর কষাকষি করছে পিসিবি। প্রতিষ্ঠানটি যে দাম হেঁকেছে তা বোর্ডের মনোঃপুত হয়নি। পিসিবি সর্বশেষ স্পনসর চুক্তিতে যে দাম পেয়েছিল তার ৩৫ থেকে ৪০ শতাংশ দাম হেঁকেছে সেই বহুজাতিক প্রতিষ্ঠান।