ঢাকা ১০:৩১ পূর্বাহ্ন, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

গ্যাসের দাম বাড়িয়ে বিইআরসি সংসদকে অপমান করেছে: মেনন

ডেস্ক রিপোর্ট :
  • আপডেট টাইম : ০৮:৩১:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ জুলাই ২০১৯
  • / 130

রাশেদ খান মেনন

বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন বলেছেন, বাজেট অনুমোদনের কয়েক ঘণ্টার মধ্যে গ্যাসের মূল্য বৃদ্ধির ঘোষণার মাধ্যমে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) সংসদকে অপমান করেছে। বাজেটে পণ্যমূল্য না বাড়ানোর যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, তা ভঙ্গ করা হয়েছে। সাধারণ মানুষ এটা ভালোভাবে নেয়নি।

বরিশালের বাবুগঞ্জে ইউনিয়ন শাখা সম্পাদকদের এক যৌথ সভায় আজ বৃহস্পতিবার মেনন এসব কথা বলেন। মেনন বলেন, সংসদে বাজেট আলোচনায় তিনিসহ অন্যরাও এ বিষয়ে বাজেট-পরবর্তী অধিবেশনের দিনগুলোতে আলোচনা করার প্রস্তাব দিয়েছিলেন। তাঁদের কথার মূল্য নেই, উল্লেখ করে রাশেদ খান মেনন বলেন, ‘সেসব কথার যে মূল্য নেই, তা বোঝা যাচ্ছে। সংসদে খোলাখুলি আলোচনায় গ্যাসের মূল্য সমন্বয়ের বিষয়টি সম্পর্কে সিদ্ধান্ত নেওয়া যেত। এতে না সংসদ, না সরকার, কার কল্যাণ হলো।’

গ্যাসের মূল্য বৃদ্ধির সিদ্ধান্ত মানুষ ভালোভাবে নেয়নি, উল্লেখ করে ওয়ার্কার্স পার্টির সভাপতি বলেন, গৃহস্থালির খরচের সঙ্গে কৃষকের সার, সেচের বিদ্যুৎ, পোশাক ও সুতাকল শিল্প, পরিবহনসহ অর্থনীতির সব খাতের ব্যয় বৃদ্ধি পাবে।

মেনন বলেন, ১৪ দলের দায়িত্ব হবে সরকার ও তার বিভিন্ন প্রতিষ্ঠানের এ ধরনের কাজের বিরোধিতা করা। আর শরিক দল হিসেবে এসব বিষয়ে ওয়ার্কার্স পার্টি জনগণকে নিয়ে আন্দোলন করবে।

রিকশা বন্ধ হলে যাত্রীরা বাস-অটোরিকশার হাতে জিম্মি হয়ে পড়বে

ঢাকার তিনটি গুরুত্বপূর্ণ সড়কে রিকশা বন্ধ করে দেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি। আজ বৃহস্পতিবার এক বিবৃতিতে দলটি বলেছে, রিকশা বন্ধ হলে স্কুল-কলেজ এবং হাসপাতালে যারা যাতায়াত করবে, তাদের জন্য যাতায়াত কঠিন হয়ে পড়বে। সাধারণ যাত্রীরা বাস মালিক এবং সিএনজিচালিত অটোরিকশার হাতে জিম্মি হয়ে পড়বে।

ওয়ার্কার্স পার্টি বলে, রাজনৈতিক দল ও সামাজিক সংগঠনের সঙ্গে আলোচনা করে এ ব্যাপারে করণীয় নির্ধারণ করতে হবে। ঢাকার সিটি করপোরেশনের একগুঁয়েমি মনোভাবের কারণে রিকশা বন্ধের সিদ্ধান্তে ঢাকাবাসী ভোগান্তিতে পড়বে। দলটি এ সিদ্ধান্তে বাতিলের দাবি জানায়।

Tag :

শেয়ার করুন

গ্যাসের দাম বাড়িয়ে বিইআরসি সংসদকে অপমান করেছে: মেনন

আপডেট টাইম : ০৮:৩১:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ জুলাই ২০১৯

বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন বলেছেন, বাজেট অনুমোদনের কয়েক ঘণ্টার মধ্যে গ্যাসের মূল্য বৃদ্ধির ঘোষণার মাধ্যমে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) সংসদকে অপমান করেছে। বাজেটে পণ্যমূল্য না বাড়ানোর যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, তা ভঙ্গ করা হয়েছে। সাধারণ মানুষ এটা ভালোভাবে নেয়নি।

বরিশালের বাবুগঞ্জে ইউনিয়ন শাখা সম্পাদকদের এক যৌথ সভায় আজ বৃহস্পতিবার মেনন এসব কথা বলেন। মেনন বলেন, সংসদে বাজেট আলোচনায় তিনিসহ অন্যরাও এ বিষয়ে বাজেট-পরবর্তী অধিবেশনের দিনগুলোতে আলোচনা করার প্রস্তাব দিয়েছিলেন। তাঁদের কথার মূল্য নেই, উল্লেখ করে রাশেদ খান মেনন বলেন, ‘সেসব কথার যে মূল্য নেই, তা বোঝা যাচ্ছে। সংসদে খোলাখুলি আলোচনায় গ্যাসের মূল্য সমন্বয়ের বিষয়টি সম্পর্কে সিদ্ধান্ত নেওয়া যেত। এতে না সংসদ, না সরকার, কার কল্যাণ হলো।’

গ্যাসের মূল্য বৃদ্ধির সিদ্ধান্ত মানুষ ভালোভাবে নেয়নি, উল্লেখ করে ওয়ার্কার্স পার্টির সভাপতি বলেন, গৃহস্থালির খরচের সঙ্গে কৃষকের সার, সেচের বিদ্যুৎ, পোশাক ও সুতাকল শিল্প, পরিবহনসহ অর্থনীতির সব খাতের ব্যয় বৃদ্ধি পাবে।

মেনন বলেন, ১৪ দলের দায়িত্ব হবে সরকার ও তার বিভিন্ন প্রতিষ্ঠানের এ ধরনের কাজের বিরোধিতা করা। আর শরিক দল হিসেবে এসব বিষয়ে ওয়ার্কার্স পার্টি জনগণকে নিয়ে আন্দোলন করবে।

রিকশা বন্ধ হলে যাত্রীরা বাস-অটোরিকশার হাতে জিম্মি হয়ে পড়বে

ঢাকার তিনটি গুরুত্বপূর্ণ সড়কে রিকশা বন্ধ করে দেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি। আজ বৃহস্পতিবার এক বিবৃতিতে দলটি বলেছে, রিকশা বন্ধ হলে স্কুল-কলেজ এবং হাসপাতালে যারা যাতায়াত করবে, তাদের জন্য যাতায়াত কঠিন হয়ে পড়বে। সাধারণ যাত্রীরা বাস মালিক এবং সিএনজিচালিত অটোরিকশার হাতে জিম্মি হয়ে পড়বে।

ওয়ার্কার্স পার্টি বলে, রাজনৈতিক দল ও সামাজিক সংগঠনের সঙ্গে আলোচনা করে এ ব্যাপারে করণীয় নির্ধারণ করতে হবে। ঢাকার সিটি করপোরেশনের একগুঁয়েমি মনোভাবের কারণে রিকশা বন্ধের সিদ্ধান্তে ঢাকাবাসী ভোগান্তিতে পড়বে। দলটি এ সিদ্ধান্তে বাতিলের দাবি জানায়।