ঢাকা ১২:৩১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ১১ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌরুটে ফেরি চলাচল বন্ধ

ডেস্ক রিপোর্ট :
  • আপডেট টাইম : ০২:৫৩:৫৫ অপরাহ্ন, বুধবার, ১ জুলাই ২০২০
  • / 118

৭১: পদ্মায় প্রবল স্রোতের ও নাব্যতা কম থাকায় শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌরুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে।

বিআইডব্লিউটিসির শিমুলিয়া ঘাটের মেরিন ম্যানেজার আহমেদ আলী বলেন, তীব্র স্রোতের কারণে ফেরিগুলো স্বাভাবিক চলছে পারছে না। ৩টি রো রো, ৩টি কে-টাইপ ও ১টি মিডিয়ারসহ মোট ৭টি ফেরি দিয়ে মঙ্গলবার নৌরুট সচল রাখা হয়েছিল।

পরে রাত ৯টা ফেরি ‘বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর’ স্রোতের টানে বিকল্প চ্যানেলের মুখে আটকে গেলে ফেরি চলাচল বন্ধ হয়ে যায়।

ঘাট কর্তৃপক্ষ জানায়, পদ্মায় প্রবল স্রোত থাকায় শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌরুটে কয়েকদিন ধরে ফেরি চলাচল করছে মারাত্মক ঝুঁকি নিয়ে। লঞ্চ ও সিবোটসহ অন্যান্য নৌযান চলাচলেও তৈরি হচ্ছে প্রতিবন্ধকতা। ফেরি চলছিল সীমিত আকারে ফলে ঘাটে দেখা দেয় যানজট। ঘণ্টার পর ঘণ্টা পারাপারের অপেক্ষা দাঁড়িয়ে থাকতে হয় যাত্রীবাহীহ বিভিন্ন ধরনের যানবাহন।

বিআইডব্লিউটিসির বিআইডব্লিউটিসির শিমুলিয়া ঘাটের এজিএম মো. শফিকুল ইসলাম বলেন, আটকে পড়া ‘বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর’ ফেরিটি উদ্ধারে দুইটি উদ্ধারকারী জাহাজ চেষ্টা চালিয়ে যাচ্ছে। ফেরিটি উদ্ধার করা গেলেও, স্রোত যদি না কমে সার্ভিস সচল করা সম্ভব হবে না।

এ ‍বিষয়ে মাওয়া নৌ পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. সিরাজুল কবীর বলেন, নদীতে স্রোত বেশি থাকায় সিবোট ও লঞ্চ চলাচলেও মারাত্মক বিঘ্ন তৈরি হচ্ছে। স্রোতের প্রতিকূলে এসব নৌযান চলছে ঝুঁকি নিয়ে।

এদিকে ফেরি চলাচল বিঘ্নিত হওয়ায় বুধবার সকাল থেকে ঘাটে যানজট দেখা দিয়েছে এবং সহস্রাধিক যানবাহন পারাপারের অপেক্ষায় রয়েছে বলে মাওয়া ট্রাফিক জোনের টিআই মো. হিলাল জানান।

Tag :

শেয়ার করুন

শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌরুটে ফেরি চলাচল বন্ধ

আপডেট টাইম : ০২:৫৩:৫৫ অপরাহ্ন, বুধবার, ১ জুলাই ২০২০

৭১: পদ্মায় প্রবল স্রোতের ও নাব্যতা কম থাকায় শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌরুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে।

বিআইডব্লিউটিসির শিমুলিয়া ঘাটের মেরিন ম্যানেজার আহমেদ আলী বলেন, তীব্র স্রোতের কারণে ফেরিগুলো স্বাভাবিক চলছে পারছে না। ৩টি রো রো, ৩টি কে-টাইপ ও ১টি মিডিয়ারসহ মোট ৭টি ফেরি দিয়ে মঙ্গলবার নৌরুট সচল রাখা হয়েছিল।

পরে রাত ৯টা ফেরি ‘বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর’ স্রোতের টানে বিকল্প চ্যানেলের মুখে আটকে গেলে ফেরি চলাচল বন্ধ হয়ে যায়।

ঘাট কর্তৃপক্ষ জানায়, পদ্মায় প্রবল স্রোত থাকায় শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌরুটে কয়েকদিন ধরে ফেরি চলাচল করছে মারাত্মক ঝুঁকি নিয়ে। লঞ্চ ও সিবোটসহ অন্যান্য নৌযান চলাচলেও তৈরি হচ্ছে প্রতিবন্ধকতা। ফেরি চলছিল সীমিত আকারে ফলে ঘাটে দেখা দেয় যানজট। ঘণ্টার পর ঘণ্টা পারাপারের অপেক্ষা দাঁড়িয়ে থাকতে হয় যাত্রীবাহীহ বিভিন্ন ধরনের যানবাহন।

বিআইডব্লিউটিসির বিআইডব্লিউটিসির শিমুলিয়া ঘাটের এজিএম মো. শফিকুল ইসলাম বলেন, আটকে পড়া ‘বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর’ ফেরিটি উদ্ধারে দুইটি উদ্ধারকারী জাহাজ চেষ্টা চালিয়ে যাচ্ছে। ফেরিটি উদ্ধার করা গেলেও, স্রোত যদি না কমে সার্ভিস সচল করা সম্ভব হবে না।

এ ‍বিষয়ে মাওয়া নৌ পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. সিরাজুল কবীর বলেন, নদীতে স্রোত বেশি থাকায় সিবোট ও লঞ্চ চলাচলেও মারাত্মক বিঘ্ন তৈরি হচ্ছে। স্রোতের প্রতিকূলে এসব নৌযান চলছে ঝুঁকি নিয়ে।

এদিকে ফেরি চলাচল বিঘ্নিত হওয়ায় বুধবার সকাল থেকে ঘাটে যানজট দেখা দিয়েছে এবং সহস্রাধিক যানবাহন পারাপারের অপেক্ষায় রয়েছে বলে মাওয়া ট্রাফিক জোনের টিআই মো. হিলাল জানান।