ঢাকা ০৫:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ১২ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

করোনার টীকায় ভালো ফল পাওয়ার দাবি চীনের

ডেস্ক রিপোর্ট :
  • আপডেট টাইম : ০২:৪৬:০১ অপরাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২০
  • / 115

৭১: করোনাভাইরাসের টীকার প্রাথমিক পরীক্ষায় ভাল ফল পাওয়া গেছে বলে দাবি করেছে চীন।

আল জাজিরা জানায়, চায়না ন্যাশনাল বায়োটেক গ্রুপ (সিএনবিজি) এ দাবি করে বলেছে, মানব শরীরের ওপর তাদের টীকার প্রাথমিক পরীক্ষা নিরাপদ ও কার্যকর হিসেবে পাওয়া গেছে।

দ্বিতীয় একটি টীকাও ক্লিনিক্যাল পরীক্ষায় উৎসাহজনক ফল দেখাচ্ছে। এই টীকা আবিষ্কার করেছে বেইজিংভিত্তিক সিএনবিজি। ক্লিনিক্যাল পরীক্ষার দুই দফার প্রথম দফায় সব অংশগ্রহণকারীকে উচ্চ মাত্রার এন্টিবডি প্রয়োগ করা হয়।

এতে অংশ নেন ১১২০ জন সুস্থ দেহের অংশগ্রহণকারী। সামাজিক ওয়েবসাইট উইচ্যাটে প্রচারিত এক পোস্টে এ তথ্য দিয়েছে সিএনবিজি। তবে তারা এর চেয়ে বেশি প্রকাশ করেনি।

Tag :

শেয়ার করুন

করোনার টীকায় ভালো ফল পাওয়ার দাবি চীনের

আপডেট টাইম : ০২:৪৬:০১ অপরাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২০

৭১: করোনাভাইরাসের টীকার প্রাথমিক পরীক্ষায় ভাল ফল পাওয়া গেছে বলে দাবি করেছে চীন।

আল জাজিরা জানায়, চায়না ন্যাশনাল বায়োটেক গ্রুপ (সিএনবিজি) এ দাবি করে বলেছে, মানব শরীরের ওপর তাদের টীকার প্রাথমিক পরীক্ষা নিরাপদ ও কার্যকর হিসেবে পাওয়া গেছে।

দ্বিতীয় একটি টীকাও ক্লিনিক্যাল পরীক্ষায় উৎসাহজনক ফল দেখাচ্ছে। এই টীকা আবিষ্কার করেছে বেইজিংভিত্তিক সিএনবিজি। ক্লিনিক্যাল পরীক্ষার দুই দফার প্রথম দফায় সব অংশগ্রহণকারীকে উচ্চ মাত্রার এন্টিবডি প্রয়োগ করা হয়।

এতে অংশ নেন ১১২০ জন সুস্থ দেহের অংশগ্রহণকারী। সামাজিক ওয়েবসাইট উইচ্যাটে প্রচারিত এক পোস্টে এ তথ্য দিয়েছে সিএনবিজি। তবে তারা এর চেয়ে বেশি প্রকাশ করেনি।