করোনা রোগীদের আইসিইউ বেডের সংখ্যা ও বন্টনের বিষয়ে জানাতে নির্দেশ: হাইকোর্ট।
- আপডেট টাইম : ০৮:০৫:১৮ অপরাহ্ন, সোমবার, ৮ জুন ২০২০
- / 129
করোনা ভাইরাসে আক্রান্ত রোগীদের জন্য দেশের হাসপাতালগুলোতে ইনটেনসিভ কেয়ার ইউনিট (আইসিইউ) বেডের সংখ্যা কত, সেগুলো কিভাবে রোগীদের মধ্যে বন্টন করা হচ্ছে সে বিষয়েও জানতে চেয়েছে হাইকোর্ট। এছাড়া হাসপাতালের বেড মনিটরিংয়ে কি ব্যবস্থা নেয়া হয়েছে সেটিও জানাতে রাষ্ট্রপক্ষকে বলা হয়েছে।
এ সংক্রান্ত এক রিটের শুনানি নিয়ে হাইকোর্টের বিচারপতি এম. ইনায়েতুর রহিমের নের্তৃত্বাধীন ভার্চুয়াল বেঞ্চ আজ সোমবার এই আদেশ দেন। রাষ্ট্রপক্ষ থেকে তথ্য উপস্থাপনের পর বুধবার এ বিষয়ে পরবর্তী আদেশ দিবে হাইকোর্ট।
রিটের শুনানিতে করোনা উপসর্গের রোগীদের একাধিক হাসপাতাল ঘুরেও চিকিৎসা না পাওয়ার বিষয়টি উঠে আসে।
বৈশ্বিক মহামারি করোনা ভাইরাসের এই সময়ে দেশের সব বেসরকারি হাসপাতালের আইসিইউ ইউনিট সরকারিভাবে অধিগ্রহণের নির্দেশনা চেয়ে রবিবার হাইকোর্টে রিট দায়ের করা হয়। একইসঙ্গে করোনা মোকাবিলায় অনলাইনে সেন্ট্রাল বেড ব্যুরো চালুরও নির্দেশনা চাওয়া হয়।
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের (বিএসএমএমইউ) ডেপুটি রেজিস্ট্রার ডা. আব্দুল আল মামুনের পক্ষে আইনজীবী অ্যাডভোকেট ইয়াদিয়া জামান এ রিট দায়ের করেন। আবেদনের পক্ষে তিনি নিজেই শুনানি করেন। রাষ্ট্রপক্ষে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মুরাদ রেজা ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত তালুকদার।
পরে আইনজীবী ইয়াদিয়া জামান বলেন, দিন দিন করোনা পরিস্থিতি ভয়ানক হচ্ছে। করোনা রোগীদের জন্য আইসিইউ সবচেয়ে গুরুত্বপূর্ণ। বিষয়টি বিবেচনায় নিয়ে এরই মধ্যে ভারতের তিনটি প্রদেশে প্রয়োজন অনুযায়ী প্রাইভেট হসপিটালের আইসিইউ ইউনিট অধিগ্রহণ করেছে দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা দফতর। বাংলাদেশের সব প্রাইভেট হাসপাতালের আইসিইউ ইউনিট সরকারের অধিগ্রহণ করা উচিত।
তিনি বলেন, সারাদেশে কোন হাসপাতালে কয়টি বেড খালি আছে, কোথায় খালি নেই— তার সব তথ্য এক জায়গায় থাকবে। এ ব্যবস্থা চালু থাকলে রোগী ভর্তির আগেই স্বজনরা জানতে পারবেন, কোথায় বেড খালি আছে। এতে করে রোগী নিয়ে রাস্তায় রাস্তায় ঘুরতে হবে না।
ইত্তেফাক/কেকে