করোনায় ক্ষতিগ্রস্ত পেশাজীবীদের পাশে সুমাইয়া শিমু
- আপডেট টাইম : ০৭:২৮:৪৭ অপরাহ্ন, সোমবার, ৮ জুন ২০২০
- / 130
অন্য তারকাদের মতো অভিনয়ে সাম্প্রতিক সময়ে তেমন ব্যস্ততা নেই জনপ্রিয় মডেল ও অভিনেত্রী সুমাইয়া শিমুর। কারণ গত দুই বছর ধরে একটি নতুন ধরনের কাজের সঙ্গে যুক্ত হয়েছেন তিনি। ‘বেটার ফিউচার ফর ইউমেন’ নামের একটি ভিন্ন ধরনের উন্নয়নমূলক প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেছেন।
এই প্রতিষ্ঠানের হয়ে নারীদের উন্নয়নে বিভিন্ন ধরনের উদ্ভাবনী কোর্স পরিচালনার মাধ্যমে অনলাইনে কার্যক্রম চলাচ্ছেন। এর পাশাপাশি পুরুষদের স্কিল ডেভেলপের জন্য কোর্সও পরিচালিত হচ্ছে। গত মাস থেকে করোনাভাইরাসের কারণে যেসব মানুষ চাকরিচ্যুত হয়েছেন কিংবা সমস্যা গ্রস্ত আছেন তাদের প্রশিক্ষণের মাধ্যমে আরও দক্ষ করে তোলার জন্য এক বছরমেয়াদি এই কোর্সটি চালু করেছেন। সারা দেশের মানুষ অনলাইনে এই কোর্সটি সম্পন্ন করে নতুন কর্মসংস্থানে যোগ দিতে পারবেন।
এ প্রসঙ্গে সুমাইয়া শিমু বলেন, ‘আমাদের প্রতিষ্ঠানটি মূলত নানা ধরনের কোর্স পরিচালনা করছে। মানুষকে দক্ষ জনশক্তিতে পরিণত করাই আমাদের মূল উদ্দেশ্য। করোনাভাইরাসের কারণে যাদের কর্মসংস্থান নেই, তাদের নতুন কর্মক্ষেত্রে যোগ দেয়ার উপযোগী করে তোলার জন্য একটি নতুন কোর্স শুরু করেছি। এখন পর্যন্ত আশাব্যঞ্জক সাড়াও পাচ্ছি। সামনে সময়োপযোগী আরও কিছু কোর্স চালুরও পরিকল্পনা করছি।’ এদিকে অভিনয়েও মাঝে মধ্যে দেখা যায় এ অভিনেত্রীকে।
লকডাউনের আগে ‘ঘোলা’ নামের একটি ওয়েব সিরিজে অভিনয় করেছেন তিনি। এছাড়া ‘তিথির সারাবেলা’ নামের একটি এক ঘণ্টার নাটকেও অভিনয় করেছেন। নাটকটি আগামী ঈদে প্রচার হবে বলে জানিয়েছেন তিনি।