শিরোনাম :
গ্রেট হলে প্রধানমন্ত্রীকে উষ্ণ অভ্যর্থনা
ডেস্ক রিপোর্ট :
- আপডেট টাইম : ১০:৩১:৩৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৪ জুলাই ২০১৯
- / 120
চীনা সরকার ও দেশটির ক্ষমতাসীন দল সিপিসির কার্যালয় ভবন ‘গ্রেট হল অব দ্য পিপল’-এ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে রাষ্ট্রীয়ভাবে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়েছে।
চীন সফররত প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৃহস্পতিবার সকালে গ্রেট হলে পৌঁছান। এ সময় সেখানে বাংলাদেশি প্রধানমন্ত্রীকে স্বাগত জানান চীনা প্রধানমন্ত্রী লি কেকিয়াং।এরপর দুই প্রধানমন্ত্রী দুই দেশের প্রতিনিধিদের সঙ্গে পরিচিত হন। তারপর দুই প্রধানমন্ত্রী অভিবাদন মঞ্চে যান। সেখানে শেখ হাসিনা ও লি কেকিয়াংকে সশস্ত্র সালাম প্রদান করে চীনের সশস্ত্র বাহিনীর একটি চৌকস দল। এ সময় দু’দেশের জাতীয় সংগীত বাজানো হয়। এরপর প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিবাদন জানিয়ে তোপধ্বনি দেওয়া হয়। পরে দুই প্রধানমন্ত্রী সশস্ত্র বাহিনীর প্যারেড পরিদর্শন করেন।
বিডি-প্রতিদিন/০৪ জুলাই, ২০১৯/মাহবুব
Tag :