সরকারি আদেশ অমান্য করে লোকালয়ে
- আপডেট টাইম : ১০:০৯:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২০
- / 120
নিউজ লাইট ৭১: সরকারি আদেশ অমান্য করে লোকালয়ে ঘুরে বেড়ানোর দায়ে মানিকগঞ্জের সাটুরিয়ায় এক ইরাক প্রবাসীকে ১০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার রাতে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আশরাফুল আলম এ দণ্ড দেন।
অর্থদণ্ডপ্রাপ্ত ব্যক্তি হচ্ছেন- উপজেলার দরগ্রাম ইউনিয়নের মধ্য রৌহা গ্রামের ফকির আলীর ছেলে মোঃ মকবুল হোসেন (২৮) এবং তিনি ইরাক প্রবাসী।
জানা যায়, মকবুল হোসেন ৫ মার্চ ছুটিতে ইরাক থেকে বাড়ি আসেন। এরপর উপজেলা প্রশাসনের নির্দেশে তাকে নিজ বাড়িতে ১৪ দিন হোম কোয়ারেন্টিনে থাকতে বলা হয়। এছাড়াও প্রতিদিন সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হচ্ছে।
কিন্তু ওই প্রবাসী নিজ বাড়িতে পর্যবেক্ষণে না থেকে বাইরে ঘুরে বেড়াচ্ছিলেন। খবর পেয়ে ইউএনও আশরাফুল আলম সেখানে গিয়ে তাকে ১০ হাজার টাকা জরিমানা করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আশরাফুল আলম বলেন, করোনাভাইরাসরোধে সরকারি নির্দেশ অমান্য করায় তাকে জরিমানা করা হয়েছে।