বন্ধ হচ্ছে না তেহরান
- আপডেট টাইম : ০৭:৫৬:১৭ অপরাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২০
- / 89
নিউজ লাইট ৭১: মহামারী করোনাভাইরাস সংক্রামণ ছড়িয়ে পড়ায় ইরানের রাজধানী তেহরান এবং আরো কয়েকটি শহর লকডাউন করে দেয়ার খবর নাকচ করে দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ড. হাসান রুহানি।
রোববার দেশটির অর্থনৈতিক ব্যুরোর কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠকে এ কথা জানান তিনি।
রুহানি বলেন, কোনো শহরকে কোয়ারেন্টিন করা হবে না বরং প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সীমান্ত বাণিজ্য অব্যাহত রাখার ব্যাপারে আলোচনা চলছে।
প্রেসিডেন্ট রুহানি বলেন, তেহরানসহ বিভিন্ন শহর কোয়ারেন্টিন করে ফেলার কোনো পরিকল্পনা আমাদের নেই। এ ব্যাপারে গুজব ছড়ানো হয়েছে যে, তেহরান এবং আরো কয়েকটি শহর বন্ধ ঘোষণা করা হবে। এগুলো আসলে সত্য নয়।
তিনি বলেন, তেহরান কিংবা অন্য কোন শহরকে কোয়ারেন্টিন করা হবে না; সেটি নববর্ষের আগেও না, পরেও না। আগামী ২০ মার্চ থেকে ইরানি নববর্ষের ছুটি শুরু হচ্ছে।
চীনের উহান থেকে ছড়িয়ে পড়া করোনাভাইরাসে ইরান ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। কর্মকর্তারা জনসাধারণের উদ্দেশ্যে বলেছে, অপ্রয়োজনীয় ঘোরাফেরা বর্জন ও বাড়িতে অবস্থান করতে।
ভাইরাসটিতে দেশটির ঊর্ধ্বতন কর্মকর্তা, রাজনীতিবিদ ও বিপ্লবী বাহিনীর কমান্ডারসহ অনেকেই মারা গেছেন। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাত দিয়ে জানানো হয়, পররাষ্ট্রমন্ত্রী জাভেদ জারিফের এক উপদেষ্টা করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন।
এদিকে ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র কিয়ানুস জাহানপুর জানান, সাড়ে চার হাজারের বেশি মানুষ করোনাভাইরাস থেকে সুস্থ হয়ে ফিরেছেন।