আপাতত দেশের সব ধরনের খেলা বন্ধ
- আপডেট টাইম : ০৭:৫২:৪৯ অপরাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২০
- / 146
নিউজ লাইট ৭১: করোনাভাইরাস সংক্রমণ রোধে আপাতত দেশের সব ধরনের খেলা বন্ধ থাকবে বলে জানিয়েছেন ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল।
সোমবার (১৬ মার্চ) যুব ক্রীড়া মন্ত্রণালয়ের সভাকক্ষে সব ফেডারেশনগুলোকে নিয়ে সভায় বসেছিলেন ক্রীড়া প্রতিমন্ত্রী। সভা শেষে এ ঘোষণা দেন তিনি।
সভা শেষে জানানো হয়, ‘মন্ত্রী বিশ্বের বিরাজমান পরিস্থিতি বিবেচনা করে সব খেলা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন। পরবর্তী ঘোষণা না আসা পর্যন্ত সব খেলা তাই বন্ধ থাকবে।’
ঢাকা প্রিমিয়ার লিগ ক্রিকেটের চলতি মৌসুমের আসর মাঠেও গড়িয়েছে দু’দিন। তবে সোমবার করোনাভাইরাসের প্রভাবে দেশের সব ধরণের খেলা স্থগিত করার ঘোষণা আসে।
করোনাভাইরাস আতঙ্কে স্থবির সারা বিশ্ব। অচল ক্রীড়া অঙ্গনও। একে একে বন্ধ হয়ে গেছে ইউরোপের শীর্ষ পাঁচ ফুটবল লিগ।
করোনায় স্থগিত হয়েছে বাংলাদেশ ক্রিকেট দলের পাকিস্তান সফর, দক্ষিণ আফ্রিকার ভারত সফর। বন্ধ আছে ফুটবল বিশ্বকাপ বাছাইপর্বের সকল ম্যাচ। এবার চলমান বাংলাদেশের ঘরোয়া খেলাধুলাও বন্ধ ঘোষণা করল সরকার।
সর্বশেষ সাত ভেন্যুতে চলমান প্রিমিয়ার ফুটবল লিগ, ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগও বন্ধ হচ্ছে।