১০ মাস্ক ব্যবসায়ীকে জরিমানা
- আপডেট টাইম : ০৯:৫২:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২০
- / 151
নিউজ লাইট ৭১: সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় অভিযান চালিয়ে ১০ মাস্ক ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে র্যাবের ভ্রাম্যমাণ আদালত। অভিযোগ উঠে, মাস্কের দাম বেশি নেওয়ায় তাদের এ জরিমানা করা হয়। বুধবার (১১ মার্চ) দুপুর ২টার দিকে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন সিনিয়র সহকারী পরিচালক মিডিয়া অফিসার এম এম এইচ ইমরান। অর্থদণ্ডপ্রাপ্তরা হলো- উল্লাপাড়ার সাহেব আলী সরকারে ছেলে আলাউদ্দিন, মৃত আ. গফুর মন্ডলের ছেলে মো. রফিকুল ইসলাম, মো. আজিজুল হকের ছেলে মো. নাছিম, গোলাম হোসেনের ছেলে মো. আনিছুর রহমান, মো. খলিলুর রহমানের ছেলে জহুরুল ইসলাম, জামাল প্রামাণিকের ছেলে মো. আব্দুল গফুর, সাইফুল ইসলামের ছেলে মো. আলাউদ্দিন সুমন, হাজী মকবুল হোসেনের ছেলে কোরবান আলী, শীতল প্রামাণিকের ছেলে আ. হাকিম এবং সাইফুল ইসলামের ছেলে সোহেল রানা। প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, উপজেলার শ্যমলীপাড়া বাসস্ট্যান্ড এলাকায় র্যাব-১২ এর একটি আভিযানিক দল ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নাহিদ হাসান খানের নেতৃত্বে ভোক্তা অধিকার সংরক্ষণ অভিযান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় অবৈধভাবে মাস্ক মজুদ ও নির্ধারিত মূল্যের চেয়ে দ্বিগুন-তিনগুন মূল্যে বিক্রয়ের দায়ে ১০ ব্যবসায়ীকে মোট ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। সিরাজগঞ্জে মাস্কের দাম নিয়ন্ত্রণে রাখতে র্যাবের অভিযান অব্যাহত থাকবে বলেও প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।