উন্নয়ন অব্যাহত রাখতে এলাকাবাসীকে সঠিক সিদ্ধান্ত নিতে হবে
- আপডেট টাইম : ০৯:২২:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২০
- / 216
নিউজ লাইট ৭১: আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক আলহাজ মাইনুল হোসেন খাঁন নিখিল বলেছেন, সংগ্রামের এই মাসে যুবলীগের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে নৌকার বিজয় নিশ্চিত করার লক্ষ্যে কাজ করতে হবে। সারিয়াকান্দি ও সোনাতলায় উন্নয়ন অব্যাহত রাখতে এলাকাবাসীকে সঠিক সিদ্ধান্ত নিতে হবে।
বগুড়া-১ আসেন নৌকা বিজয়ী না হলে উন্নয়ন থেকে পিছিয়ে পড়বে এলাকাবাসী। নৌকা বিজয়ী না হলে কাক্সিক্ষত উন্নয়ন থেকে বঞ্চিত হবে এ অঞ্চলের মানুষ। দুই উপজেলাসহ বগুড়াকে সামনে এগিয়ে নিতে উপনির্বাচনে নৌকা জয়ী করতে হবে। সেক্ষেত্রে দেশপ্রেমিক যুবসমাজকে ঐক্যবদ্ধ করে নৌকার বিজয় নিশ্চিত করার লক্ষ্যে যুবলীগকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে।
তিনি বুধবার দুপুরে সারিয়াকান্দিতে দলীয় কার্যালয়ে উপজেলা যুবলীগের প্রতিনিধি সভায় প্রধান অতিথির বক্তব্যে কথাগুলো বলেন। সভায় সভাপতিত্ব করেন উপজেলা যুবলীগের সভাপতি আইয়ুব তরফদার।
মাইনুল হোসেন খাঁন নিখিল বলেন, প্রয়াত আওয়ামী লীগ নেতা আবদুল মান্নান বগুড়ার মানুষের উন্নয়নে কাজ করেছেন। তার অবদান চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে এই এলাকার মানুষ। প্রিয় নেতার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে তার অসমাপ্ত উন্নয়ন কাজ সম্পন্ন করতে প্রয়াত এমপির সহধর্মিণীকে বিজয়ী করার জন্য তিনি আহ্বান জানান। তিনি বলেন, দেশকে শান্তিময় করতে জনগণের অধিকার প্রতিষ্ঠা করতে হবে, জননেত্রী শেখ হাসিনা তাই করেছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন কর্মকা-কে ত্বরান্বিত করে ২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে উন্নত দেশের কাতারে নিয়ে যেতে দক্ষ ও আলোকিত যুবসমাজের কোনো বিকল্প নেই। তাই মেধাভিত্তিক, যুক্তিবাদী, বিজ্ঞানমনস্ক যুবসমাজ গড়তে হবে। যুবলীগের প্রতিটি নেতাকর্মীকে হতে হবে আদর্শবান ও দেশপ্রেমিক। হতে হবে মানবিক, মেধা ও মনন মনস্ক, যুক্তিবাদী।
সভায় বিশেষ অতিথি ছিলেন বগুড়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু, সারিয়াকান্দি উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ মুনজিল আলী সরকার, জেলা যুবলীগের সভাপতি শুভাশীষ পোদ্দার লিটন, সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম ডাবলু, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সা: সম্পাদক আবদুল খালেক দুলু, ধুনট উপজেলা যুবলীগ সভাপতি ভিপি মতিউর রহমান, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আশিক আহম্মেদ, যুবলীগ নেতা মিজানুর রহমান, ছাত্রলীগ নেতা দেলোয়ার হোসেন দুলাল প্রমুখ।