ঢাকা ০৯:১৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ১০ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

মহিলা লীগ নেত্রীকে ধর্ষণের অভিযোগ

ডেস্ক রিপোর্ট :
  • আপডেট টাইম : ১০:০৪:৫০ অপরাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২০
  • / 152

নিউজ লাইট ৭১: গাজীপুরের টঙ্গীতে মহিলা লীগ নেত্রীকে (২৬) ধর্ষণের অভিযোগে মামলা হয়েছে। এ ঘটনায় পাঁচজনকে আসামি করে মামলা হলে পুলিশ দুজনকে গ্রেফতার করে।

গ্রেফতাররা হলেন—টঙ্গীর বনামালা এলাকার আলী সরদারের ছেলে হোসেন সরদার (৩২) ও মোহম্মদ আলীর ছেলে মিঠু তালুকদার (৪০)।

জানা গেছে, অভিযুক্ত আজগর আলীর সঙ্গে দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে ওই নেত্রীর। এক পর্যায়ে বিয়ের প্রস্তাব দিলে আজগর ও তার সহযোগী পলাশ (৩০) ও সামিরুল (৩৬) নেত্রীকে জোরপূর্বক আজগরের ভাড়া বাড়িতে তুলে নিয়ে বুধবার বিকেলে ধর্ষণ করে পালিয়ে যায়।

ভুক্তভোগী মহিলা লীগ নেত্রী থানায় লিখিত অভিযোগ করলে পুলিশ অভিযুক্তদের আটক করে। তবে, এ ঘটনায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ করা হচ্ছে বলে জানিয়েছে অভিযুক্তদের পরিবার।

টঙ্গী পূর্ব থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) জাহিদুল ইসলাম বলেন, বুধবার রাতে ধর্ষণের ঘটনায় মামলা হয়েছে। অভিযান চালিয়ে পুলিশ দুজনকে গ্রেফতার করে। অপর পলাতক আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

Tag :

শেয়ার করুন

মহিলা লীগ নেত্রীকে ধর্ষণের অভিযোগ

আপডেট টাইম : ১০:০৪:৫০ অপরাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২০

নিউজ লাইট ৭১: গাজীপুরের টঙ্গীতে মহিলা লীগ নেত্রীকে (২৬) ধর্ষণের অভিযোগে মামলা হয়েছে। এ ঘটনায় পাঁচজনকে আসামি করে মামলা হলে পুলিশ দুজনকে গ্রেফতার করে।

গ্রেফতাররা হলেন—টঙ্গীর বনামালা এলাকার আলী সরদারের ছেলে হোসেন সরদার (৩২) ও মোহম্মদ আলীর ছেলে মিঠু তালুকদার (৪০)।

জানা গেছে, অভিযুক্ত আজগর আলীর সঙ্গে দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে ওই নেত্রীর। এক পর্যায়ে বিয়ের প্রস্তাব দিলে আজগর ও তার সহযোগী পলাশ (৩০) ও সামিরুল (৩৬) নেত্রীকে জোরপূর্বক আজগরের ভাড়া বাড়িতে তুলে নিয়ে বুধবার বিকেলে ধর্ষণ করে পালিয়ে যায়।

ভুক্তভোগী মহিলা লীগ নেত্রী থানায় লিখিত অভিযোগ করলে পুলিশ অভিযুক্তদের আটক করে। তবে, এ ঘটনায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ করা হচ্ছে বলে জানিয়েছে অভিযুক্তদের পরিবার।

টঙ্গী পূর্ব থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) জাহিদুল ইসলাম বলেন, বুধবার রাতে ধর্ষণের ঘটনায় মামলা হয়েছে। অভিযান চালিয়ে পুলিশ দুজনকে গ্রেফতার করে। অপর পলাতক আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।