ঢাকা ০২:৩৫ অপরাহ্ন, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

মশা মারার নতুন ওষুধ শনিবার থেকে ছিটানো হবে: মেয়র

ডেস্ক রিপোর্ট :
  • আপডেট টাইম : ১২:০৯:৩২ পূর্বাহ্ন, শনিবার, ১০ অগাস্ট ২০১৯
  • / 117

বক্তব্য দিচ্ছেন ডিএসসিসির মেয়র সাঈদ খোকন। ছবি: সংগৃহীত

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি) এলাকায় শনিবার থেকে এডিস মশা নিধনে নতুন ওষুধ ছিটানো শুরু হবে।

শুক্রবার বিকালে পুরান ঢাকার ধোলাইখালের অস্থায়ী পশুর হাট পরিদর্শন এবং হাটে মশা নিধনে বিশেষ কর্মসূচির উদ্বোধনকালে এ তথ্য জানান ডিএসসিসির মেয়র সাঈদ খোকন।

মেয়র বলেন, বিমানযোগে আনা নতুন ওষুধ শনিবার থেকে ব্যবহার করা শুরু হবে। দুই-তিন দিনের মধ্যে বাকি ওষুধও চলে আসবে। দুই রকমের ওষুধ ছিটানো হবে। এক ধরনের ওষুধ বাড়ির ভেতরে এবং অন্য ধরনের ওষুধ বাইরে ব্যবহার করা হবে।

নগরবাসীকে নির্দিষ্ট স্থানে পশু কোরবানি দেয়ার আহ্বান জানিয়ে মেয়র খোকন আরও বলেন, প্রতিবারের মতো এবারও কোরবানির প্রথম দিনের বর্জ্য ২৪ ঘণ্টার মধ্যে অপসারণ করা হবে। কেউ কোনো কারণে নির্দিষ্ট স্থানের পরিবর্তে নিজ আঙিনা বা সুবিধাজনক স্থানে কোরবানি করলে পশুর বর্জ্য ড্রেনে না ফেলে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে বিনামূল্যে দেয়া বর্জ্য ব্যাগে ভরে মুখ বন্ধ করে সড়কের পাশে রাখতে হবে। যাতে করে পরিচ্ছন্নতা কর্মীরা সহজেই ময়লা অপসারণের মাধ্যমে নির্দিষ্ট সময়ের মধ্যে নগরী পরিচ্ছন্ন করতে পারে।

তিনি বলেন, কোরবানির দ্বিতীয় দিনের বর্জ্য দিন শেষে রাতের মধ্যে এবং তৃতীয় দিনের বর্জ্য ওইদিন রাতের মধ্যেই অপসারণ করা হবে। এসব সম্ভব হবে যদি নগরবাসী কর্পোরেশনের পাশে থাকে। পরিচ্ছন্নতা কাজে কোনো গাফিলতি সহ্য করা হবে না জানিয়ে তিনি সংশ্লিষ্টদের আন্তরিকভাবে কাজ করার অনুরোধ জানান। অন্যথায় দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।

মেয়র পশুর হাট ঘুরে দেখেন এবং মশার উপদ্রব থেকে ক্রেতা-বিক্রেতাদের রক্ষায় হাট কমিটির লোকজনকে লার্ভি সাইড, ফগিং ও হাটে নিয়মিত পরিচ্ছন্নতা কাজ চালানোর নির্দেশ দেন। হাট পরিদর্শনকালে মেয়রের সঙ্গে কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোস্তাফিজুর রহমানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Tag :

শেয়ার করুন

মশা মারার নতুন ওষুধ শনিবার থেকে ছিটানো হবে: মেয়র

আপডেট টাইম : ১২:০৯:৩২ পূর্বাহ্ন, শনিবার, ১০ অগাস্ট ২০১৯

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি) এলাকায় শনিবার থেকে এডিস মশা নিধনে নতুন ওষুধ ছিটানো শুরু হবে।

শুক্রবার বিকালে পুরান ঢাকার ধোলাইখালের অস্থায়ী পশুর হাট পরিদর্শন এবং হাটে মশা নিধনে বিশেষ কর্মসূচির উদ্বোধনকালে এ তথ্য জানান ডিএসসিসির মেয়র সাঈদ খোকন।

মেয়র বলেন, বিমানযোগে আনা নতুন ওষুধ শনিবার থেকে ব্যবহার করা শুরু হবে। দুই-তিন দিনের মধ্যে বাকি ওষুধও চলে আসবে। দুই রকমের ওষুধ ছিটানো হবে। এক ধরনের ওষুধ বাড়ির ভেতরে এবং অন্য ধরনের ওষুধ বাইরে ব্যবহার করা হবে।

নগরবাসীকে নির্দিষ্ট স্থানে পশু কোরবানি দেয়ার আহ্বান জানিয়ে মেয়র খোকন আরও বলেন, প্রতিবারের মতো এবারও কোরবানির প্রথম দিনের বর্জ্য ২৪ ঘণ্টার মধ্যে অপসারণ করা হবে। কেউ কোনো কারণে নির্দিষ্ট স্থানের পরিবর্তে নিজ আঙিনা বা সুবিধাজনক স্থানে কোরবানি করলে পশুর বর্জ্য ড্রেনে না ফেলে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে বিনামূল্যে দেয়া বর্জ্য ব্যাগে ভরে মুখ বন্ধ করে সড়কের পাশে রাখতে হবে। যাতে করে পরিচ্ছন্নতা কর্মীরা সহজেই ময়লা অপসারণের মাধ্যমে নির্দিষ্ট সময়ের মধ্যে নগরী পরিচ্ছন্ন করতে পারে।

তিনি বলেন, কোরবানির দ্বিতীয় দিনের বর্জ্য দিন শেষে রাতের মধ্যে এবং তৃতীয় দিনের বর্জ্য ওইদিন রাতের মধ্যেই অপসারণ করা হবে। এসব সম্ভব হবে যদি নগরবাসী কর্পোরেশনের পাশে থাকে। পরিচ্ছন্নতা কাজে কোনো গাফিলতি সহ্য করা হবে না জানিয়ে তিনি সংশ্লিষ্টদের আন্তরিকভাবে কাজ করার অনুরোধ জানান। অন্যথায় দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।

মেয়র পশুর হাট ঘুরে দেখেন এবং মশার উপদ্রব থেকে ক্রেতা-বিক্রেতাদের রক্ষায় হাট কমিটির লোকজনকে লার্ভি সাইড, ফগিং ও হাটে নিয়মিত পরিচ্ছন্নতা কাজ চালানোর নির্দেশ দেন। হাট পরিদর্শনকালে মেয়রের সঙ্গে কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোস্তাফিজুর রহমানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।