ঢাকা ১২:২৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

বাজারে আসল স্মার্ট সুগন্ধী

ডেস্ক রিপোর্ট :
  • আপডেট টাইম : ১০:৪০:১০ অপরাহ্ন, শুক্রবার, ৬ মার্চ ২০২০
  • / 165

নিউজ লাইট ৭১: তথ্যপ্রযুক্তির অগ্রগতিতে মানুষের জীবন এখন আরও বেশি সহজ এবং আধুনিক হয়ে উঠেছে। ফোন থেকে শুরু করে টিভি, এসি, ফ্যান, সিসিটিভি, সাউন্ডবক্স, গাড়ি, টুথব্রাশ-প্রায়ই সব ধরনের যন্ত্রই এখন স্মার্ট হয়ে উঠেছে। স্মার্টফোনের বদৌলতে গুরুত্ব হারিয়েছে আলাদা রিমোট কন্ট্রোল ডিভাইস।

এবার বাজারে আসল স্মার্ট সুগন্ধী। ভারতীয় কোম্পানি গডরেজের এই পণ্যের নাম এয়ার স্মার্ট ম্যাটিক। স্মার্টফোনের ছোঁয়ায় চালু হয়ে যাবে ডিভাইসটি। সেই সঙ্গে ঘরকে করে তুলবে সুরভিত।

এয়ার স্মার্ট ম্যাটিক ডিভাইসে একটি ব্লুটুথ ডিভাইস। সেই ব্লুটুথের মাধ্যমেই যোগাযোগ ঘটবে আপনার স্মার্টফোনের সঙ্গে। মোবাইলে ডাউনলোড করে নিতে হবে একটি অ্যাপ। যেখানে স্মার্ট সিডিউলার, রিফিল করার সংকেত, ব্যাটারি ইন্ডিকেটরসহ অন্যান্য সব ফিচার।

অ্যান্ড্রয়েড এবং আইওএস- দুই ধরনের স্মার্টফোনেই এই অ্যাপটি কাজ করবে। প্রয়োজন অনুসারে সময় নির্দিষ্ট করে দেয়া যাবে। মিনিট, ঘণ্টা দিন এমনকি সপ্তাহ হিসেবেও সময় ঠিক করে দেয়া যাবে।

বাংলাদেশি টাকায় এক হাজার টাকার ভেতরেই পাওয়া যাবে গডরেজ এয়ার স্মার্ট ম্যাটিক। একবার কিনলে ব্যবহার কর ২২০০ বার পর্যন্ত স্প্রে করতে পারবেন।

Tag :

শেয়ার করুন

বাজারে আসল স্মার্ট সুগন্ধী

আপডেট টাইম : ১০:৪০:১০ অপরাহ্ন, শুক্রবার, ৬ মার্চ ২০২০

নিউজ লাইট ৭১: তথ্যপ্রযুক্তির অগ্রগতিতে মানুষের জীবন এখন আরও বেশি সহজ এবং আধুনিক হয়ে উঠেছে। ফোন থেকে শুরু করে টিভি, এসি, ফ্যান, সিসিটিভি, সাউন্ডবক্স, গাড়ি, টুথব্রাশ-প্রায়ই সব ধরনের যন্ত্রই এখন স্মার্ট হয়ে উঠেছে। স্মার্টফোনের বদৌলতে গুরুত্ব হারিয়েছে আলাদা রিমোট কন্ট্রোল ডিভাইস।

এবার বাজারে আসল স্মার্ট সুগন্ধী। ভারতীয় কোম্পানি গডরেজের এই পণ্যের নাম এয়ার স্মার্ট ম্যাটিক। স্মার্টফোনের ছোঁয়ায় চালু হয়ে যাবে ডিভাইসটি। সেই সঙ্গে ঘরকে করে তুলবে সুরভিত।

এয়ার স্মার্ট ম্যাটিক ডিভাইসে একটি ব্লুটুথ ডিভাইস। সেই ব্লুটুথের মাধ্যমেই যোগাযোগ ঘটবে আপনার স্মার্টফোনের সঙ্গে। মোবাইলে ডাউনলোড করে নিতে হবে একটি অ্যাপ। যেখানে স্মার্ট সিডিউলার, রিফিল করার সংকেত, ব্যাটারি ইন্ডিকেটরসহ অন্যান্য সব ফিচার।

অ্যান্ড্রয়েড এবং আইওএস- দুই ধরনের স্মার্টফোনেই এই অ্যাপটি কাজ করবে। প্রয়োজন অনুসারে সময় নির্দিষ্ট করে দেয়া যাবে। মিনিট, ঘণ্টা দিন এমনকি সপ্তাহ হিসেবেও সময় ঠিক করে দেয়া যাবে।

বাংলাদেশি টাকায় এক হাজার টাকার ভেতরেই পাওয়া যাবে গডরেজ এয়ার স্মার্ট ম্যাটিক। একবার কিনলে ব্যবহার কর ২২০০ বার পর্যন্ত স্প্রে করতে পারবেন।