চিকিৎসাধীন অবস্থায় আমিন হুদার মৃত্যু
- আপডেট টাইম : ১০:৩৫:০৫ অপরাহ্ন, শুক্রবার, ৬ মার্চ ২০২০
- / 80
নিউজ লাইট ৭১: ‘ইয়াবা সম্রাট’ আমিন হুদা বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের (বিএসএমএমইউ) প্রিজন সেলে মারা গেছেন। মাদক মামলায় ৭৯ বছরের সাজাপ্রাপ্ত ছিলেন তিনি।
শুক্রবার বেলা ১টার দিকে চিকিৎসাধীন অবস্থায় আমিন হুদার মৃত্যু হয় বলে ঢাকা কেন্দ্রীয় কারাগারের জেলার মাহবুবুল।
ময়নাতদন্তসহ অন্যান্য আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে লাশ হস্তান্তরের ব্যবস্থা করা হবে বলে জানান তিনি।
গত ২০০৭ সালের ২৫ অক্টোবর গুলশানের দুটি বাড়িতে অভিযান চালিয়ে আমিন হুদাকে গ্রেপ্তার করে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-র্যাব।
ওই অভিযানে পাঁচ কেজি ইয়াবা ট্যাবলেট, ইয়াবা তৈরির কাঁচামাল ও রাসায়নিক, যন্ত্রপাতি এবং ভিওআইপি সরঞ্জাম উদ্ধার করা হয়।
পরে মাদক আইনে দুটি মামলায় ২০১২ সালের ১৫ জুলাই আমিন হুদা ও আহসানুল হককে কয়েকটি ধারায় মোট ৭৯ বছর করে সশ্রম কারাদণ্ড দেয় আদালত। কয়েক দফায় প্রায় তিন বছর সময় হাসপাতালে থেকেছেন কারাবন্দি আমিন হুদা।
ইয়াবা নামের নেশার বড়িটি দেশে ব্যাপকভাবে ছড়ানোর পেছনে ব্যবসায়ী আজিজ মোহাম্মদ ভাইয়ের ভাগ্নে এবং এম বি মাল্টিকেয়ার টেকনোলজি লিমিটেডের শীর্ষ কর্মকর্তা আমিন হুদার গুরুত্বপূর্ণ ভূমিকা আছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।