ঝুমা বৌদি ওরফে মোনালিসা
- আপডেট টাইম : ০৭:৪৪:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ মার্চ ২০২০
- / 218
নিউজ লাইট ৭১: ঝুমা বৌদি ওরফে মোনালিসা। সোশ্যাল মিডিয়ায় এ নামেই বেশি জনপ্রিয় তিনি। যদিও তার ভালো নাম অন্তরা বিশ্বাস। বাঙালি এই অভিনেত্রী বহুদিন ধরেই অভিনয় করছেন। ওয়েব সিরিজ ‘দুপুর ঠাকুরপো’ দ্বিতীয় সিজনে ‘ঝুমা বৌদি’ হট অবতারে মোনালিসা’র এন্ট্রি রীতিমতো তাক লাগিয়ে দেয়।
বৌদি এখন সোশ্যাল মিডিয়ায় সুপার হিট। বৌদির একের পর এক ছবি সোশ্যাল মিডিয়ায় আসে আর হিট হয়। সেসব ছবি নিয়ে দুষ্টু-মিষ্টি ঠাকুরপোরা নিজের কল্পনার দুনিয়া রাঙিয়ে নেন।
১ মার্চ নিজের সোশ্যাল মিডিয়ায় বেশ কিছু হট ছবি পোস্ট করেছেন মোনালিসা। ছবিতে সুইমিং পুলে ধরা দিলেন তিনি স্বামীর সঙ্গে জলকেলিতে। বিক্রান্ত সিংয়ের সঙ্গে সুইমিং পুলে স্নানে মত্ত মোনালিসার ছবিগুলো মুর্হূর্তেই ছড়িয়ে পড়ে তার ভক্তদের ফেসবুক দেয়ালে দেয়ালে।
মোনালিসার ছবির ক্যারিয়ার আঞ্চলিক ভাষায় শুরু করলেও ধীরে ধীরে নিজের ক্যারিয়ার বিস্তৃত করেছিলেন ভারতের সমস্ত ভাষার আঞ্চলিক ভাষাতেও।