ঢাকা ০২:২২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

এনামুল-রুপন রিমান্ডে

ডেস্ক রিপোর্ট :
  • আপডেট টাইম : ০৯:৩৮:৫৫ অপরাহ্ন, সোমবার, ২ মার্চ ২০২০
  • / 130

নিউজ লাইট ৭১: অর্থ পাচারের মামলায় ক্যাসিনোকান্ডের অন্যতম হোতা গেন্ডারিয়া থানা আওয়ামী লীগের সাবেক নেতা এনামুল হক এনু ও তার ভাই রুপন ভূঁইয়াকে জিজ্ঞাসাবাদের জন্য ছয় দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

সোমবার ঢাকার মুখ্য মহানগর হাকিমের (সিএমএম) আদালতে ওয়ারি থানার পুলিশ আসামিদের হাজির করেন। এসময় মামলার তদন্ত কর্মকর্তা মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে আসামীদের জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ডের আবেদন করেন।

অপরদিকে আসামী পক্ষের আইনজীবীরা রিমান্ডের আবেদন বাতিলপূর্বক জামিনের আবেদন করেন। শুনানি শেষে মহানগর হাকিম মোহাম্মদ জসিম জামিনের আবেদন নাকচ করে এ আদেশ প্রদান করেন।

রিমান্ডের আবেদনে বলা হয়, আসামীরা মতিঝিলের বিভিন্ন ক্যাসিনো ব্যবসার সঙ্গে জড়িত থেকে দীর্ঘদিন ধরে কোটি কোটি টাকা অবৈধভাবে উপার্জন করে আসছিলেন। এই অবৈধ টাকার একাংশ দিয়ে আসামীরা বিভিন্ন সময়ে স্বর্ণ কিনে তাদের বাসায় জমা রাখেন।

ক্যাসিনোবিরোধী অভিযান পরিচালিত হলে এই অপকর্ম আড়াল করার জন্য টাকা ব্যাংকে না রেখে বাসার লোহার গোপন লকারে রেখেছিলেন। আসামীদের বাসা থেকে জব্দ করা সোনার বৈধ কোনো কাগজপত্র দেখাতে পারেননি তারা। এই ঘটনার রহস্য উদঘাটনের জন্য, এই ঘটনার সঙ্গে আর কে কে জড়িত আছে তা উদঘাটনের জন্য আসামীদের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা একান্ত আবশ্যক।

এর আগে গত ২৫ ফেব্রুয়ারি রাজধানীর পুরান ঢাকায় ক্যাসিনোবিরোধী অভিযানের অংশ হিসেবে র‍্যাব-৩ এর একটি দল ১১৯ লালমোহন সাহা স্ট্রিটে অভিযান চালিয়ে ৫ সিন্দুক ভর্তি মোট ১৫ বস্তা টাকা এবং বিপুল পরিমাণ স্বর্ণালঙ্কার উদ্ধার করে।

এছাড়া জব্দ করা হয়েছে ৫ কোটি টাকারও বেশি এফডিআর। এ অভিযোগে তাদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে ওয়ারী থানায় মামলা করা হয়।


Tag :

শেয়ার করুন

এনামুল-রুপন রিমান্ডে

আপডেট টাইম : ০৯:৩৮:৫৫ অপরাহ্ন, সোমবার, ২ মার্চ ২০২০

নিউজ লাইট ৭১: অর্থ পাচারের মামলায় ক্যাসিনোকান্ডের অন্যতম হোতা গেন্ডারিয়া থানা আওয়ামী লীগের সাবেক নেতা এনামুল হক এনু ও তার ভাই রুপন ভূঁইয়াকে জিজ্ঞাসাবাদের জন্য ছয় দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

সোমবার ঢাকার মুখ্য মহানগর হাকিমের (সিএমএম) আদালতে ওয়ারি থানার পুলিশ আসামিদের হাজির করেন। এসময় মামলার তদন্ত কর্মকর্তা মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে আসামীদের জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ডের আবেদন করেন।

অপরদিকে আসামী পক্ষের আইনজীবীরা রিমান্ডের আবেদন বাতিলপূর্বক জামিনের আবেদন করেন। শুনানি শেষে মহানগর হাকিম মোহাম্মদ জসিম জামিনের আবেদন নাকচ করে এ আদেশ প্রদান করেন।

রিমান্ডের আবেদনে বলা হয়, আসামীরা মতিঝিলের বিভিন্ন ক্যাসিনো ব্যবসার সঙ্গে জড়িত থেকে দীর্ঘদিন ধরে কোটি কোটি টাকা অবৈধভাবে উপার্জন করে আসছিলেন। এই অবৈধ টাকার একাংশ দিয়ে আসামীরা বিভিন্ন সময়ে স্বর্ণ কিনে তাদের বাসায় জমা রাখেন।

ক্যাসিনোবিরোধী অভিযান পরিচালিত হলে এই অপকর্ম আড়াল করার জন্য টাকা ব্যাংকে না রেখে বাসার লোহার গোপন লকারে রেখেছিলেন। আসামীদের বাসা থেকে জব্দ করা সোনার বৈধ কোনো কাগজপত্র দেখাতে পারেননি তারা। এই ঘটনার রহস্য উদঘাটনের জন্য, এই ঘটনার সঙ্গে আর কে কে জড়িত আছে তা উদঘাটনের জন্য আসামীদের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা একান্ত আবশ্যক।

এর আগে গত ২৫ ফেব্রুয়ারি রাজধানীর পুরান ঢাকায় ক্যাসিনোবিরোধী অভিযানের অংশ হিসেবে র‍্যাব-৩ এর একটি দল ১১৯ লালমোহন সাহা স্ট্রিটে অভিযান চালিয়ে ৫ সিন্দুক ভর্তি মোট ১৫ বস্তা টাকা এবং বিপুল পরিমাণ স্বর্ণালঙ্কার উদ্ধার করে।

এছাড়া জব্দ করা হয়েছে ৫ কোটি টাকারও বেশি এফডিআর। এ অভিযোগে তাদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে ওয়ারী থানায় মামলা করা হয়।