ঢাকা ০২:২৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

যৌতুক না দেয়ায় গৃহবধূকে ন্যাড়া

ডেস্ক রিপোর্ট :
  • আপডেট টাইম : ০৯:১২:০৯ অপরাহ্ন, সোমবার, ২ মার্চ ২০২০
  • / 99

নিউজ লাইট ৭১: দিনাজপুরে যৌতুক না দেয়ায় এক গৃহবধূকে ন্যাড়া করে নির্যাতনের অভিযোগ উঠেছে স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে। এ ঘটনায় চারজনকে গ্রেপ্তার করে পুলিশ।

কোতোয়ালি থানার ওসি মোজাফ্ফর হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, শহরের দপ্তরীপাড়ার এ ঘটনায় গৃহবধূর অভিযোগ পেয়ে তার স্বামীসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন- ওই এলাকার হাফিজুল ইসলাম, তার ছেলে জনি ইসলাম সুমন, স্ত্রী ও মেয়ে।

ওসি মোজাফ্ফর গৃহবধূর অভিযোগের বরাতে বলেন, গৃহবধূর কাছে দুই লাখ টাকা যৌতুক দাবি করা হয়। তিনি তা দিতে অপারগতা প্রকাশ করায় তার ওপর শারীরিক ও মানষিক নির্যাতনের মাত্রা বাড়তে থাকে। শনিবার সকালে তাকে মারধর করার পর শ্বশুরবাড়ির লোকজ তার মাথার চুল কেটে ন্যাড়া করে দেন। পরে গৃহবধূ পালিয়ে থানায় গিয়ে অভিযোগ দেন।

ওসি মোজাফ্ফর বলেন, অভিযোগ পেয়ে পুলিশ রাতেই তার স্বামী জনিসহ চারজনকে গ্রেপ্তার করে পুলিশ। গৃহবধূ এখন নীলফামারীতে বাবার বাড়িতে রয়েছেন।

Tag :

শেয়ার করুন

যৌতুক না দেয়ায় গৃহবধূকে ন্যাড়া

আপডেট টাইম : ০৯:১২:০৯ অপরাহ্ন, সোমবার, ২ মার্চ ২০২০

নিউজ লাইট ৭১: দিনাজপুরে যৌতুক না দেয়ায় এক গৃহবধূকে ন্যাড়া করে নির্যাতনের অভিযোগ উঠেছে স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে। এ ঘটনায় চারজনকে গ্রেপ্তার করে পুলিশ।

কোতোয়ালি থানার ওসি মোজাফ্ফর হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, শহরের দপ্তরীপাড়ার এ ঘটনায় গৃহবধূর অভিযোগ পেয়ে তার স্বামীসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন- ওই এলাকার হাফিজুল ইসলাম, তার ছেলে জনি ইসলাম সুমন, স্ত্রী ও মেয়ে।

ওসি মোজাফ্ফর গৃহবধূর অভিযোগের বরাতে বলেন, গৃহবধূর কাছে দুই লাখ টাকা যৌতুক দাবি করা হয়। তিনি তা দিতে অপারগতা প্রকাশ করায় তার ওপর শারীরিক ও মানষিক নির্যাতনের মাত্রা বাড়তে থাকে। শনিবার সকালে তাকে মারধর করার পর শ্বশুরবাড়ির লোকজ তার মাথার চুল কেটে ন্যাড়া করে দেন। পরে গৃহবধূ পালিয়ে থানায় গিয়ে অভিযোগ দেন।

ওসি মোজাফ্ফর বলেন, অভিযোগ পেয়ে পুলিশ রাতেই তার স্বামী জনিসহ চারজনকে গ্রেপ্তার করে পুলিশ। গৃহবধূ এখন নীলফামারীতে বাবার বাড়িতে রয়েছেন।