ঢাকা ০১:০৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

জামায়াতে ইসলামীর ১৬ নেতাকর্মীকে আটক

ডেস্ক রিপোর্ট :
  • আপডেট টাইম : ১২:১৫:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারী ২০২০
  • / 93

নিউজ লাইট ৭১: রাজধানীর সেগুনবাগিচা এলাকা থেকে  জামায়াতে ইসলামীর ১৬ নেতাকর্মীকে আটক করেছে শাহবাগ থানা পুলিশ। বুধবার রাত ৯টার দিকে রাজধানীর সেগুনবাগিচার কো অপারেটিভ কমপ্লেক্স ভবন থেকে আটক করা হয় তাদের।

এ সময় সেখান থেকে বিপুল পরিমাণ লাঠি, স্ট্যাম্প, উগ্রবাদী বই-পুস্তক ও লিফলেট উদ্ধার করা হয়। আটকদের মধ্যে অধিকাংশই জামায়াত সমর্থিত আইনজীবী বলে নাম প্রকাশে অনিচ্ছুক এক পুলিশ কর্মকর্তা জানিয়েছেন।

এ বিষয়ে জানতে চাইলে শাহবাগ থানার ওসি আবুল হোসেনে নিউজ লাইট ৭১ কে বলেন,  বাংলাদেশ  জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা গোপন মিটিং করছিলেন। এমন তথ্য জানতে পেরে সেখান থেকে ১৬  জনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে এসেছি। তাদের জিজ্ঞাসাবাদ শেষ হওয়ার পর তাদের সম্পর্কে বিস্তারিত জানা যাবে।

রমনা জোনের সিনিয়র সহকারী পুলিশ কমিশনার এস এম শামীম নিউজ লাইট ৭১ কে বলেন, সেগুনবাগিচা এলাকার আজিজ কো অপারেটিভ কমপ্লেক্স ভবনের ৮ম তলায় জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা গোপনে নাশকতার মিটিং করছিল। খবর পেয়ে  অভিযান চালিয়ে  লাঠিসোঁটাসহ হাতেনাতে ১৬ জনকে আটক করেছি। সেখান থেকে উদ্ধার করেছি শতাধিক স্ট্যাম্প ও  বিপুল পরিমাণ ধর্মীয় উগ্রবাদ বিষয়ক বই-পুস্তক ও  লিফলেট।

তিনি বলেন, আমাদের অভিযানের খবর পাওয়ার পরপরই তারা বিভিন্ন গুরুত্বপূর্ণ নথিপত্র ছিঁড়ে বাথরুমের কমোডে ফেলে দেন। ধারণা করছি, ওই সব নথিতে নাশকতার পরিকল্পনা করছিল। এখন জিজ্ঞাসাবাদ  করে ওই বিষয়ে নিশ্চিত হওয়ার চেষ্টা করছি।

Tag :

শেয়ার করুন

জামায়াতে ইসলামীর ১৬ নেতাকর্মীকে আটক

আপডেট টাইম : ১২:১৫:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারী ২০২০

নিউজ লাইট ৭১: রাজধানীর সেগুনবাগিচা এলাকা থেকে  জামায়াতে ইসলামীর ১৬ নেতাকর্মীকে আটক করেছে শাহবাগ থানা পুলিশ। বুধবার রাত ৯টার দিকে রাজধানীর সেগুনবাগিচার কো অপারেটিভ কমপ্লেক্স ভবন থেকে আটক করা হয় তাদের।

এ সময় সেখান থেকে বিপুল পরিমাণ লাঠি, স্ট্যাম্প, উগ্রবাদী বই-পুস্তক ও লিফলেট উদ্ধার করা হয়। আটকদের মধ্যে অধিকাংশই জামায়াত সমর্থিত আইনজীবী বলে নাম প্রকাশে অনিচ্ছুক এক পুলিশ কর্মকর্তা জানিয়েছেন।

এ বিষয়ে জানতে চাইলে শাহবাগ থানার ওসি আবুল হোসেনে নিউজ লাইট ৭১ কে বলেন,  বাংলাদেশ  জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা গোপন মিটিং করছিলেন। এমন তথ্য জানতে পেরে সেখান থেকে ১৬  জনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে এসেছি। তাদের জিজ্ঞাসাবাদ শেষ হওয়ার পর তাদের সম্পর্কে বিস্তারিত জানা যাবে।

রমনা জোনের সিনিয়র সহকারী পুলিশ কমিশনার এস এম শামীম নিউজ লাইট ৭১ কে বলেন, সেগুনবাগিচা এলাকার আজিজ কো অপারেটিভ কমপ্লেক্স ভবনের ৮ম তলায় জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা গোপনে নাশকতার মিটিং করছিল। খবর পেয়ে  অভিযান চালিয়ে  লাঠিসোঁটাসহ হাতেনাতে ১৬ জনকে আটক করেছি। সেখান থেকে উদ্ধার করেছি শতাধিক স্ট্যাম্প ও  বিপুল পরিমাণ ধর্মীয় উগ্রবাদ বিষয়ক বই-পুস্তক ও  লিফলেট।

তিনি বলেন, আমাদের অভিযানের খবর পাওয়ার পরপরই তারা বিভিন্ন গুরুত্বপূর্ণ নথিপত্র ছিঁড়ে বাথরুমের কমোডে ফেলে দেন। ধারণা করছি, ওই সব নথিতে নাশকতার পরিকল্পনা করছিল। এখন জিজ্ঞাসাবাদ  করে ওই বিষয়ে নিশ্চিত হওয়ার চেষ্টা করছি।