নকল রেভিনিউ স্ট্যাম্প তৈরী চক্রের সক্রিয় সদস্য আটক
- আপডেট টাইম : ০৮:০৯:২০ অপরাহ্ন, শনিবার, ২২ ফেব্রুয়ারী ২০২০
- / 114
নিউজ লাইট ৭১: রাজধানীর মিরপুর এলাকা থেকে দুজনকে আটক করা হয়েছে। রমিজ উদ্দিন (৪৫) ও মো. ওমর আলী (৩৮)। র্যাব বলছে, আটককৃতরা নকল রেভিনিউ স্ট্যাম্প তৈরী চক্রের সক্রিয় সদস্য। তাদেও কাছ থেকে ১০ হাজার পিস নকল রেভিনিউ স্ট্যাম্প উদ্ধার করা হয়েছে। র্যাব-৪ এর কমান্ডিং অফিসার (সিও) অতি.ডিআইজি মোজাম্মেল হক শুক্রবার (২১ ফেব্রুয়ারি) বিষযটির সত্যতা নিশ্চিত করেন। গোয়েন্দা তথ্যেও ভিত্তিতে গত বৃহস্পতিবার রাতে অভিযান চালিয়ে তাদেও আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানায় যে, দীর্ঘদিন ঢাকার বিভিন্ন এলাকায় এই নকল রেভিনিউ স্ট্যাম্প পাইকারী ও খুচরা বিক্রয় করে আসছে তারা। পটুয়াখালি জেলা থেকে নকল রেভিনিউ স্ট্যাম্প সংগ্রহ করে ঢাকায় এনে বিক্রয় করে থাকে তারা। দুজনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হয়েছে। অসাধু চক্রের বিরুদ্ধে র্যাব-৪ এর জোড়ালো সাঁড়াসি অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।