নাঈমের জোড়া আঘাতে স্বস্তিতে বাংলাদেশ
- আপডেট টাইম : ০৭:৩৪:১৪ অপরাহ্ন, শনিবার, ২২ ফেব্রুয়ারী ২০২০
- / 120
নিউজ লাইট ৭১: হারের বৃত্ত ভাঙতে মরিয়া বাংলাদেশ ক্রিকেট দল। জিম্বাবুয়ের বিপক্ষে ঢাকা টেস্টে জয় ছাড়া বিকল্প ভাবছেন না টাইগাররা। একমাত্র টেস্টে টস জিতে ব্যাটিং করছে জিম্বাবুয়ে। বাংলাদেশ একাদশ সাজিয়েছে দুই পেসার ও দুই স্পিনার নিয়ে।
শুরুতেই পেসার আবু জায়েদ রাহী ওপেনার কাসুজাকে ফিরিয়ে শুভসূচনা এনে দিয়েছিলেন। সেই ধাক্কা সামলে বাংলাদেশকে অস্বস্তিতে ফেলে দিচ্ছিলেন জিম্বাবুয়ের ব্যাটসম্যানরা। নাঈম হাসান পরপর দুই ওভারে দুই উইকেট তুলে স্বস্তি এনে দেন বাংলাদেশ শিবিরে।
মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আজ শনিবার সকাল সাড়ে ৯টায় ম্যাচটি শুরু হয়। এই প্রতিবেদন লেখা পর্যন্ত জিম্বাবুয়ের সংগ্রহ ৫১ ওভারে ৩ উইকেট হারিয়ে ১৩৫ রান। ক্রিজে আছেন সিকান্দার রাজা ০ ও আরভিন ৫২ রানে।
ইনিংসের আট ওভারের সময় আবু জায়েদ রাহী ওপেনার কাসুজাকে সাজঘরে পাঠান। তার ব্যাট থেকে আসে ২৪ বলে মাত্র ২ রান। নাঈম হাসানের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন তিনি। প্রথম উইকেট হারানোর পর দ্বিতীয় উইকেটে মাসভাউরে-আরভিন ১১১ রানের জুটি গড়ে দলকে নিয়ে গেছেন চালকের আসনে।
তবে মাসভাউরে আউট হলে ভাঙে শতাধিক রানের এই জুটি। ব্যক্তিগত ৬৪ রানে নাঈম হাসানের ঘূর্ণিতে পরাস্ত হয়ে তার হাতেই ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন। তার ব্যাট থেকে আসে ১৫২ বলে ৬৪ রান। মাসভাউরের নিখুঁত টেস্ট ইনিংসটি সাজানো ছিল ৯টি চারে।
এর পরেই মাঠে আসেন ব্রেন্ডন টেইলর। অভিজ্ঞ এই ব্যাটসম্যানকে বেশিদূর যেতে দেননি নাঈম। তাকে বোল্ড করে সাজঘরে পাঠান এই স্পিনার। টেইলরের ব্যাট থেকে আসে মাত্র ১০ রান।