ঢাকা ১১:৫৬ অপরাহ্ন, রবিবার, ১১ মে ২০২৫, ২৮ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

যুবদল নেতার অর্ধগলিত লাশ উদ্ধার

ডেস্ক রিপোর্ট :
  • আপডেট টাইম : ০৪:১৭:১৪ অপরাহ্ন, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫
  • / 27

ছবি: সংগৃহীত

নাটোরের বড়াইগ্রামে যুবদলের এক নেতার অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ, যা এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে। শনিবার (১৯ এপ্রিল) সকাল ৯টার দিকে বড়াইগ্রাম উপজেলার মাঝগাঁও ইউনিয়নের নটাবাড়িয়া গ্রামে নিজ বাড়ি থেকে তার লাশ উদ্ধার করা হয়।

নিহতের নাম আয়নাল হক (৪৫)। তিনি নটাবাড়িয়া গ্রামের বাসিন্দা এবং মাঝগাঁও ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড যুবদলের প্রচার সম্পাদক ছিলেন। পুলিশ জানিয়েছে, আয়নাল একাই বসবাস করতেন; তার দুই সন্তান নানা বাড়িতে থাকে।

স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল অলিম বলেন, “আয়নালকে সর্বশেষ বুধবার সন্ধ্যায় এলাকায় দেখা গেছে। শনিবার সকালে তার বাড়ি থেকে দুর্গন্ধ ছড়ালে প্রতিবেশীরা গিয়ে ঘরের দরজা খোলা অবস্থায় মেঝেতে তার মরদেহ দেখতে পান।”

খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতালের মর্গে পাঠায়।

বড়াইগ্রাম থানার এসআই আব্দুল জব্বার বলেন, “বাড়ির গেট ও দরজা খোলা ছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, আয়নাল কয়েক দিন আগেই মারা গেছেন। মৃত্যুর কারণ নিশ্চিত হতে তদন্ত চলছে।”

থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান জানান, মৃত্যুর কারণ উদঘাটনে তদন্ত চলছে এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজ লাইট ৭১

Tag :

শেয়ার করুন

যুবদল নেতার অর্ধগলিত লাশ উদ্ধার

আপডেট টাইম : ০৪:১৭:১৪ অপরাহ্ন, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫

নাটোরের বড়াইগ্রামে যুবদলের এক নেতার অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ, যা এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে। শনিবার (১৯ এপ্রিল) সকাল ৯টার দিকে বড়াইগ্রাম উপজেলার মাঝগাঁও ইউনিয়নের নটাবাড়িয়া গ্রামে নিজ বাড়ি থেকে তার লাশ উদ্ধার করা হয়।

নিহতের নাম আয়নাল হক (৪৫)। তিনি নটাবাড়িয়া গ্রামের বাসিন্দা এবং মাঝগাঁও ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড যুবদলের প্রচার সম্পাদক ছিলেন। পুলিশ জানিয়েছে, আয়নাল একাই বসবাস করতেন; তার দুই সন্তান নানা বাড়িতে থাকে।

স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল অলিম বলেন, “আয়নালকে সর্বশেষ বুধবার সন্ধ্যায় এলাকায় দেখা গেছে। শনিবার সকালে তার বাড়ি থেকে দুর্গন্ধ ছড়ালে প্রতিবেশীরা গিয়ে ঘরের দরজা খোলা অবস্থায় মেঝেতে তার মরদেহ দেখতে পান।”

খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতালের মর্গে পাঠায়।

বড়াইগ্রাম থানার এসআই আব্দুল জব্বার বলেন, “বাড়ির গেট ও দরজা খোলা ছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, আয়নাল কয়েক দিন আগেই মারা গেছেন। মৃত্যুর কারণ নিশ্চিত হতে তদন্ত চলছে।”

থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান জানান, মৃত্যুর কারণ উদঘাটনে তদন্ত চলছে এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজ লাইট ৭১