আরিফিন শুভ বর্তমানে রয়েছেন ভারতের মুম্বাইয়ে
- আপডেট টাইম : ০৯:৩৩:২১ পূর্বাহ্ন, শুক্রবার, ২১ ফেব্রুয়ারী ২০২০
- / 117
নিউজ লাইট ৭১: ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়ক আরিফিন শুভ। আসছে ঈদে মুক্তি পাবে তার ‘মিশন এক্সট্রিম’ সিনেমা। নতুন করে তিনি শুরু করবেন ‘কন্ট্রাক্ট’ নামের একটি ওয়েব সিরিজ। এছাড়া বঙ্গবন্ধুর বায়োপিকে ছাত্রনেতা শেখ মুজিব চরিত্রে তাকে দেখা যাবে বলে শোনা যাচ্ছে।
চমকপ্রদ এই খবর নায়কের ভক্ত-অনুরাগীদের মধ্যে সাড়া ফেলেছে।
তার উপর আরো চমক নিয়ে শিগগিরই হাজির হতে চলেছেন আরিফিন শুভ। বলিউডে দেখা মিলবে এই নায়কের এমন গুঞ্জন শোনা যাচ্ছে চারদিকে।
আরিফিন শুভ বর্তমানে রয়েছেন ভারতের মুম্বাইয়ে। ফেসবুকে বেশ কিছু ছবি পোস্ট করেছেন তিনি। কী করছেন নায়ক মুম্বাইয়ে- এ নিয়ে চলছে আলোচনা। সিনেমাপাড়াতেও তার মুম্বাই যাত্রা কৌতূহল ছড়িয়েছে। নিতান্তই ঘুরতে নাকি কোনো কাজ নিয়েই বলিউডের শহরে গেছেন শুভ?
এ বিষয়ে আরিফিন শুভ এখনই মুখ খুলতে চান না। তবে জানা গেছে, বলিউড সংশ্লিষ্ট কোনো কাজে দেখা যাবে এই নায়ককে। এদিকে শুভর ঘনিষ্ঠ সূত্র বলছে, কোনো সিনেমায় নয়, মুম্বাইয়ে কোনো ফটোশুটে দেখা যেতে পারে ‘ঢাকা অ্যাটাক’ খ্যাত এই অভিনেতাকে।